‘সত্য সর্বদাই সুন্দর’-
মিথ্যার বেড়াজালে আটকে ওষ্ঠাগত প্রাণ,
মিথ্যুকেরাই আজ সমাজে প্রতিষ্ঠিত।
‘নারী ছলনাময়ী’-
এ কথা যেমন সত্য, তেমনি সত্য
পুরুষের সর্বাঙ্গ মিথ্যার আবরণে ঢাকা!
সংসারী হলে মিথ্যাশ্রয়ী হওয়ার বিকল্প নেই,
চারিদিকে নাই নাই, খাই খাই বাড়ছে
কমছে জাতির সংবৎসরিক প্রবৃদ্ধি।
অবশ্য চরের মায়ের বর গলা,
“পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি”!
তাহলে এসএনসি-লাভালিন কে
ভুলবশতঃ সাজা দিল বিশ্বব্যাংক!!
বুড়ো মন্ত্রী হলমার্কের পক্ষে-
সুতরাং সোনালী ব্যাঙ্ক তো ডুববেই
অথচ, কি ন্যাক্কারজনক মিথ্যাচার-
দলীয় ডাইরেক্টরেরা সকলেই নির্দোষ!!
এক বছরে ১৫ হাজার কোটি টাকা-
এটা ব্যবসায়ীরা পাচার করতেই পারেন,
বিদেশের ব্যাঙ্কে তো আমলাদেরও টাকা আছে!
আমরা কি কখনও জানতে পারব,
রাজনৈতিক দস্যুরা কত টাকা মেরেছে
অথবা, কত টাকা হাতিয়েছে মন্ত্রী বা
মন্ত্রীপুত্র, নেতা, পাতিনেতা ও তাদের সুহৃদ?
তবুও গাত্রদাহ তৈরি হোল
গ্রামীন ব্যাঙ্কের সাফল্যে-
মাননীয় মন্ত্রী আপনার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ
কারণ, ডঃ ইউনুস কোন অনিয়ম করেনি।
সাবধান! ঈশান কোণে কালো মেঘ জমেছে,
তরুন বিকেলে মেলে সন্ধ্যার আবহ,
রাত্রির অন্ধকার জমাট বাঁধার আগেই
রুদ্র মূর্তিতে ছুটে আসবে বৈশাখী ঝড়।
মানুষের হৃদয়ে বাজে আবাহনী গান-
“এসো হে বৈশাখ, এসো এসো”।
‘অবাক জাতি অবাক তাকিয়ে রয়
বাংলার আকাশে একি অপরুপ বিস্ময়”-
নারীর ক্ষমতায়নে বিশ্বাসী,
ক্ষুদ্র ঋণের জনক ইউনুস পেলেন
কংগ্রেশনাল এওয়ার্ড অব আমেরিকা।
Photo: ডঃ মুহাম্মদ ইউনুস ‘সত্য সর্বদাই সুন্দর’- মিথ্যার বেড়াজালে আটকে ওষ্ঠাগত প্রাণ, মিথ্যুকেরাই আজ সমাজে প্রতিষ্ঠিত। ‘নারী ছলনাময়ী’- এ কথা যেমন সত্য, তেমনি সত্য পুরুষের সর্বাঙ্গ মিথ্যার আবরণে ঢাকা! সংসারী হলে মিথ্যাশ্রয়ী হওয়ার বিকল্প নেই, চারিদিকে নাই নাই, খাই খাই বাড়ছে কমছে জাতির সংবৎসরিক প্রবৃদ্ধি। অবশ্য চরের মায়ের বর গলা, “পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি”! তাহলে এসএনসি-লাভালিন কে ভুলবশতঃ সাজা দিল বিশ্বব্যাংক!! বুড়ো মন্ত্রী হলমার্কের পক্ষে- সুতরাং সোনালী ব্যাঙ্ক তো ডুববেই অথচ, কি ন্যাক্কারজনক মিথ্যাচার- দলীয় ডাইরেক্টরেরা সকলেই নির্দোষ!! এক বছরে ১৫ হাজার কোটি টাকা- এটা ব্যবসায়ীরা পাচার করতেই পারেন, বিদেশের ব্যাঙ্কে তো আমলাদেরও টাকা আছে! আমরা কি কখনও জানতে পারব, রাজনৈতিক দস্যুরা কত টাকা মেরেছে অথবা, কত টাকা হাতিয়েছে মন্ত্রী বা মন্ত্রীপুত্র, নেতা, পাতিনেতা ও তাদের সুহৃদ? তবুও গাত্রদাহ তৈরি হোল গ্রামীন ব্যাঙ্কের সাফল্যে- মাননীয় মন্ত্রী আপনার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ কারণ, ডঃ ইউনুস কোন অনিয়ম করেনি। সাবধান! ঈশান কোণে কালো মেঘ জমেছে, তরুন বিকেলে মেলে সন্ধ্যার আবহ, রাত্রির অন্ধকার জমাট বাঁধার আগেই রুদ্র মূর্তিতে ছুটে আসবে বৈশাখী ঝড়। মানুষের হৃদয়ে বাজে আবাহনী গান- “এসো হে বৈশাখ, এসো এসো”। ‘অবাক জাতি অবাক তাকিয়ে রয় বাংলার আকাশে একি অপরুপ বিস্ময়”- নারীর ক্ষমতায়নে বিশ্বাসী, ক্ষুদ্র ঋণের জনক ইউনুস পেলেন কংগ্রেশনাল এওয়ার্ড অব আমেরিকা।
বাংলাদেশ সময়: ১৯:০৪:৫৮ ৫৩৪ বার পঠিত