শনিবার বাণিজ্য মেলা, ডিএমপি’র বেশকিছু নির্দেশণা জারি

Home Page » জাতীয় » শনিবার বাণিজ্য মেলা, ডিএমপি’র বেশকিছু নির্দেশণা জারি
শুক্রবার, ১০ জানুয়ারী ২০১৪



left_151406727_1388016705.jpgবঙ্গ-নিউজঃ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আয়োজনে রাজধানীর আগারগাঁওয়ে শনিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা।মেলায় সার্বিক নিরাপত্তা নিয়ে বেশকিছু নির্দেশণা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দর্শনার্থীদের সঠিক পথে ও সুষ্ঠুভাবে গমনাগমন, সুশৃঙ্খল যানবাহন পার্কিং, বাহিরসহ আশপাশের এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

মেলায় আগমন:

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মেলায় প্রবেশের ক্ষেত্রে যে সকল দর্শনার্থী যানবাহন নিয়ে ধানমণ্ডি-নিউমার্কেটের দিক থেকে মিরপুর রোড ব্যবহার করে মেলায় আসবেন, তারা রেসিডেন্সিয়াল কলেজের বিপরীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার রাস্তা ব্যবহার করে গণভবন হাইস্কুল ক্রসিং হয়ে মেলায় প্রবেশ করবেন।

যারা গাবতলী, মোহাম্মদপুর ও আশপাশের এলাকা হতে মেলায় আসবেন, তারা শিশুমেলা ক্রসিং হয়ে শ্যামলী- আগারগাঁও লিংক রোড ব্যবহার করে শেরে-বাংলা আদর্শ মহিলা কলেজ গেট দিয়ে আগারগাঁও কমিউনিটি সেন্টারের সামনে কলোনি মাঠে গাড়ি পার্ক করে মেলায় প্রবেশ করতে পারবেন।

আর যারা পল্লবী-কাজীপাড়া-শেওড়াপাড়া ও আশপাশের এলাকা থেকে মেলায় আসবেন, তারা আগারগাঁও লাইট ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে শ্যামলী-আগারগাঁও লিংক রোড ব্যবহার করে শেরেবাংলা আদর্শ মহিলা কলেজ গেট হয়ে আগারগাঁও কমিউনিটি সেন্টারের সামনে কলোনি মাঠে গাড়ি পার্ক করে মেলায় প্রবেশ করবেন।

যে সকল দর্শনার্থী যানবাহন নিয়ে উড়োজাহাজ ক্রসিং হয়ে মেলার আসবেন, তারা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) ও নির্বাচন কমিশন সচিবালয়ের মধ্যবর্তী রাস্তা দিয়ে মেলায় প্রবেশ করবেন।

এছাড়া মেলা চলাকালীন সরকারী ছুটির দিন খামারবাড়ি খেজুরবাগান ক্রসিং হতে আগারগাঁও লাইট ক্রসিং পর্যন্ত রিক্সা, ভ্যান গাড়ি,ঠেলাগাড়িসহ অযান্ত্রিক যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

মেলায় প্রাঙ্গণে নির্দিষ্ট ফি-এর বিনিময়ে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা থাকবে এবং যানবাহন নিয়ে আগত সকলকে ট্রাফিক পুলিশ কর্তৃক নির্দেশিত স্থানে গাড়ি পার্কিং করতে বলা হয়েছে। মেলায় নিয়ে আসা মোটার সাইকেল নির্দিষ্ট ‘ফি’-এর বিনিময়ে ট্রাফিক কন্ট্রোল রুমের সামনে নির্ধারিত স্থানে পার্ক করা যাবে।

যানবাহন নিয়ন্ত্রণের সুবিধার্থে শুক্রবার ও শনিবারসহ সরকারি ছুটির দিনে আগারগাঁও লিংক রোড (নতুন সড়ক) ব্যবহার করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ক্রসিং হয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করা যাবে না। উক্ত সড়ক ব্যবহারকারীদের আগারগাঁও লাইট ক্রসিং হয়ে মেলায় প্রবেশ করতে হবে।

মেলা হতে বহির্গমন:

মেলার ০১নং পার্কিং থেকে পিডব্লিউডি ক্রসিং হয়ে শেরে বাংলানগর শিক্ষা প্রকৌশল ভবন ডানে মোড় নিয়ে বেগম রোকেয়া সরণী হয়ে বের হওয়া যাবে।

মেলার ০২ নং পার্কিং থেকে গণভবন স্কুল ক্রসিং, কৃষি বিশ্ববিদ্যালয়ের সংযোগ সড়ক হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পাশ দিয়ে মিরপুর রোড দিয়ে বের হওয়া যাবে।

মেলার ০৩নং পার্কিং থেকে শ্যামলী-আগারগাঁও লিংক রোড হয়ে মিরপুর রোড ও বেগম রোকেয়া সরণী উভয় রাস্তা ব্যবহার করে বের হতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৬:২৯:১৫   ৩৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ