দূরপাল্লার যানবাহন এগোতে পারছে না।

Home Page » প্রথমপাতা » দূরপাল্লার যানবাহন এগোতে পারছে না।
শুক্রবার, ১০ জানুয়ারী ২০১৪



traffic-jam-tm.jpg বঙ্গ-নিউজঃ  লাগাতার হরতাল-অবরোধের মাঝে দুই দিনের বিরতি পেয়ে দূরপাল্লার যানবাহন মহাসড়কে নামলেও পথে পথে তীব্র যানজটে এগোতে পারছে না।
রাজধানী থেকে দক্ষিণের পথে কুমিল্লার চান্দিনা থেকে দাউদকান্দি পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৫ কিলোমিটার এলাকায় শুক্রবার ভোর থেকেই যানজট লেগে আছে বলে আমাদের কুমিল্লা প্রতিনিধি জানান।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, কাঁচপুর, সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ এলাকাতেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিচ্ছিন্ন জটে থমকে যাচ্ছে যানবাহন।

আর উত্তরের পথে বঙ্গবন্ধু সেতুর দুই পাশে, সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়কেও যানবাহনের তীব্র চাপ থাকায় গাড়ি চলছে খুব ধীর গতিতে।

শীতের সকালে কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে দীর্ঘ সময় লঞ্চ বন্ধ থাকায় পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে।

প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ১০টার দিকে আবার ফেরি পারাপার শুরু হলেও দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সংযোগ রক্ষাকারী এ দুই ঘাটে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

পদ্মার দুই পাশেই শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি দীর্ঘ সময় ধরে থমকে আছে বলে  মুন্সীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহমেদ  জানান, সকালের দিকে যানজট কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে গাড়ির চাপ বাড়ছে। দূরপাল্লার যানগুলো খুব ধীরে চলছে।

তবে বঙ্গবন্ধু সেতুতে কোনো জটিলতা নেই বলে  জানিয়েছেন পশ্চিমপাড় থানার ওসি এটিএম আমিনুল ইসলাম।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. হাসান জানান, চান্দিনা থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মগাসড়কের ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

“দুই দিন অবরোধ না থাকায় অসংখ্য যানবাহন রাস্তায় নেমেছে। এর মধ্যে সকালে ছিল ঘন কুয়াশা। এ কারণেই এমন যানজট।”

মহাসড়কে গাড়ির তীব্র চাপ থাকার কথা বলেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন ও সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমানও। তারা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:২৯:২১   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ