কোমা থেকে উঠেই হাঁটাঃ জীবন বড় অদ্ভূত

Home Page » এক্সক্লুসিভ » কোমা থেকে উঠেই হাঁটাঃ জীবন বড় অদ্ভূত
বুধবার, ৮ জানুয়ারী ২০১৪



gaz-jonny-smith-coma.jpgমানুষের জীবন বড় অদ্ভূত। অনেক সময় বিস্মিত না হয়ে পারা যায় না। তরুণ পিতা জনি স্মিথের জীবনকাহিনী একদম তা-ই। হাসপাতালে কোমায় থাকা নিশ্চল ২৫ বছরের স্মিথ সবাইকে চমকে দিয়ে হঠাৎ করে হাঁটা শুরু করে দিলেন!এ বছরের একেবারে প্রথম দিনই ইংল্যান্ডের কোলচেস্টারের সেন্ট বোটলফ স্ট্রিটের স্মিথ কোমায় চলে যান। একদিনে তার শরীরের সবকিছুই অচল হয়ে যায়। নিস্তব্ধতায় তলিয়ে যায় তার সব ইন্দ্রিয়। কোনো ধরনের চেতনাই কাজ করছিল না।

সাধারণত বলা হয়ে থাকে কোমা থেকে উঠে আসা প্রায় অসম্ভবই। কিন্তু সোমবার দুপুরের পর জন তার একটি পা ও একটি বাহু নাড়াচাড়া করতে লাগলেন।

ঘটনার বর্ণনা দিয়ে স্মিথ সম্পর্কে কোলচেস্টারের রোমফোর্ডের কুইনস হাসপাতালে পাশে থাকা তার এক স্বজন বললেন, “ও দেখলাম ঘোরা শুরু করল। ও একপাশ থেকে নড়তে শুরু করে। তখনো তার হাতে টিউবটাও ছিল। আর তখন অন্যরাও তার স্নায়ুকে চাঙ্গা করে জাগিয়ে তোলার চেষ্টা করে। এটাই ছিল তার অগ্রগতি।”

প্রথমে তাকে কোলচেস্টার জেনারেল হসপিটালে, এরপর তাকে রোমফোর্ডের স্পেশালিস্ট কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়।

স্মিথ বলেন, “তারা ওষুধ কমিয়ে দিয়েছিল।” তবে নড়াচড়া শুরু করার পরও স্মিথকে লাইফ সাপোর্টে রাখা হয় এবং শ্বাস-প্রশ্বাস নিতে সাহায্য করা হয়।

ওই স্বজন বলছিলেন, “আমরা তখন তার চোখ খোলার আশায় অপেক্ষা করছি। ও যখন নড়ে উঠে চলতে শুরু করল, তখন মুহূর্তটাকে খুবই ছোট্ট মনে হয়েছিল।”

ওই মুহূর্তে জনির সাথে ছিল তার স্ত্রী সোফি রিলেয়াগ এবং সাত মাসের কন্যা ইলা। কোমা থেকে মুক্তি পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্মিথ বলেন, ”আমাকে দেখতে কম করে তেরো জন লোক অপেক্ষা করছিল। এটা বিশাল ব্যাপার। আমরা এখন খুবই ভাল বোধ করছি।”

জনির পরিবার জানিয়েছে, তার হাসপাতালে যাওয়া এবং কোমায় আক্রান্ত হওয়ার কারণ অতিমাত্রায় অ্যালকোহল সেবন।

সূত্র: ডেইলি গেজেট

বাংলাদেশ সময়: ১৮:৩৭:২২   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ