কাটছেনা সঙ্কট , খালেদা-তারেকের দুই সুর

Home Page » জাতীয় » কাটছেনা সঙ্কট , খালেদা-তারেকের দুই সুর
মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০১৪



77d59205191b15d6afcccddc95af0260.jpgতমালবঙ্গ-নিউজডটকমঃ হার্ডলাইনে চলে গেছে সরকার। নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকানোসহ জনগণের জান-মাল ও সম্পদের নিরাপত্তা বিধানের জন্য শক্তহাতে প্রয়োজনীয় সব ধরণের পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন খোদ প্রধান মন্ত্রী শেখ হাসিনা। তাঁর ওই বক্তব্যের পর প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন এক বিবৃতিতে প্রহসনের নির্বাচন বাতিল করে সংলাপ-সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন। তবে তাঁর পুত্র লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ অবৈধ সরকারের সাথে আর কোনো আলোচনা নয়। মা ও ছেলের কণ্ঠে বৈপরিত্য সুর বেঁজে ওঠায় দলের তৃণমূলে দেখা দিয়েছে হতাশা। ফলে সহসা কাটছেনা সঙ্কট ও অনিশ্চয়তা। এ অবস্থায় নির্বাচনকে কেন্দ্র করে দেশে চলমান নৈরাজ্য, সংঘাত, সহিংসতা ও সঙ্কট সৃষ্টি হওয়ায় দুই জোট-মহাজোটরে মধ্যে অর্থবহ সংলাপের মাধ্যমে সমঝোতার তাগিদ দিয়েছে জাতিসংঘ।সংঘাত-সহিংসতা ছিলো নির্বাচনের আগে। ছিলো নির্বাচনের দিনও। নির্বাচন পরবর্তী সময়েও একই দশা বিরাজ করছে। দশম জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচনকালীন সরকার ব্যবস্থাকে ঘিরে সরকার ও বিরোধী জোট পাল্টাপাল্টি অবস্থান নেয়ায় মহাসঙ্কট সৃষ্টি হয়। যা ক্রমেই ধ্বংসাত্বক ঘটনা প্রবাহের দিকে এগুতে থাকে। সংঘাত-সহিংসতার চিত্র নির্বাচনের পূর্বাপর একই রকমের।

এ পরিস্থিতি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার চলে যাচ্ছে কঠোর অবস্থানে। দশম সংসদ নির্বাচনের পরদিন গত সোমবার বিকেলে গণভবনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা সেরকমটাই বলেছেন। তিনি বলেছেন, কোনো চাপের মুখে মাথা নোয়ানোর প্রশ্নই ওঠেনা। প্রধান মন্ত্রী আরো বলেছেন, সকল ষঢ়যন্ত্র প্রতিহত করে এগিয়ে যাবে দেশ।

একই দিন প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক বিবৃতিতে প্রহসনের নির্বাচন বাতিল করে সংলাপ-সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন। অবিলম্বে সরকারকে পদত্যাগ করে সবদলের অংশ গ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের পথে আসারও আহ্বান জানান তিনি। তবে তাঁর পুত্র কোনো রকম সমঝোতার সম্ভাবনা নাকচ করে দিয়ে লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ অবৈধ সরকারের সাথে আর কোনো আলোচনা নয়। তিনি সর্বাত্ত্বক আন্দোলনের হুমকিও দিয়েছেন।

এ পরিস্থিতে বেঁজে উঠছেনা সংলাপের ডামাডোল। সাধারণ মানুষও দেখছেন না আশার দিশা। কোন পথে এগুচ্ছে দেশ-এ প্রশ্ন আবারো চাউর হচ্ছে মুখে মুখে। এ প্রেক্ষিতে সঙ্কট উত্তোরণে অর্থবহ সংলাপের মাধ্যমে সমঝোতার তাগিদ দিয়েছে জাতিসংঘ। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে সহিংসতার ঘটনায় গভীর হতাশা ব্যক্ত করেছেনজাতিসংঘের মহাসচিব বানকি মুন। তিনি জনগণের প্রত্যাশার কথা চিন্তা করে দেশের রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসতে এবং অর্থবহ সংলাপ শুরুর তাগিদ দিয়েছেন। গত সোমবার এক বিবৃতিতে তিনি ওই আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০:৩৫:২০   ৪৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ