খাদ্য মূল্যস্ফীতি ৯ শতাংশে

Home Page » অর্থ ও বানিজ্য » খাদ্য মূল্যস্ফীতি ৯ শতাংশে
মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০১৪



52a7eea0c6cb6d679f2412b6a81be438.jpgবঙ্গ-নিউজডটকম:গত বছরের শেষ মাস ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৯ শতাংশে পৌঁছেছে, যার কারণ হিসাবে হরতাল-অবরোধের মতো কর্মসূচি ও রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।খাদ্য বহির্ভূত খাতে নভেম্বরের তুলনায় মূল্যস্ফীতি ডিসেম্বরে সামান্য কমলেও সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বেড়ে ৭ দশমিক ৩৫ শতাংশ হয়েছে।

সব মিলিয়ে গত এক বছরে গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৩ শতাংশ, যা আগের বছর ৬ দশমিক ২২ শতাংশ ছিল।

পরিসংসখ্যান ব্যুরোর মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেন।

তিনি বলেন, “মূলত রাজনৈতিক অস্থিরতার কারণেই ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। রাজনৈতিক অস্থিরতায় প্রতিটি ক্ষেত্রেই পণ্য পরিবহন ব্যাহত হয়, যার প্রভাব মূল্যস্ফীতিতে পড়ে।”

পরিসংখ্যান ব্যুরোর হিসাবে ডিসেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে খাদ্য মূল্যস্ফীতি নভেম্বরের ৮ দশমিক ৫৫ শতাংশ থেকে বেড়ে ৯ শতাংশ হয়েছে।

খাদ্য বহির্ভূত খাতে ডিসেম্বরে মূল্যস্ফীতি সামান্য কমেছে। নভেম্বরের ৫ দশমিক ০৮ শতাংশ থেকে কমে হয়েছে ৪ দশমিক ৮৮ শতাংশ।

তবে সব মিলিয়ে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। ৭ দশমিক ১৫ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ৩৫ শতাংশ হয়েছে।

চলতি ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার পরিকল্পনা করা হয়েছে। তবে সব মিলিয়ে ২০১৩ সালে গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৩ শতাংশ।

গোলাম মোস্তফা কামাল বলেন, “হরতাল অবরোধ থাকলে গ্রাম থেকে যেমন ঢাকায় খাদ্য আসা ব্যাহত হয়, তেমনি খাদ্যবহির্ভূত পণ্য দেশের বিভিন্ন স্থানে পৌঁছাতে পারে না। এ কারণে মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে।”

গত ২৬ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ছুটির দিনগুলো ছাড়া ডিসেম্বর মাসের প্রায় প্রতিটি দিনই কেটেছে বিরোধী দলের হরতাল-অবরোধে। এই কর্মসূচির মধ্যে সারা দেশে সহিংসতায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে, নাশকতার শিকার হয়েছে পণ্য ও যাত্রীবাহী বহু যানবাহন।

গত ৫ জানুয়ারি ভোটের দিনও সহিংসতায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। বছরের প্রথম দিন থেকেই চলছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ, তার সঙ্গে হরতালও রয়েছে।

এই পরিস্থিতিতে গত কয়েক মাস ধরে বাড়তে থাকা খাদ্য মূল্যস্ফীতির হার দুই অংকের ঘরে পৌঁছানোর আশঙ্কা রয়েছে কি না জানতে চাইলে পরিসংসখ্যান ব্যুরোর মহাপরিচালক বলেন, “আশা করি তা হবে না। দেশে চালসহ বিভিন্ন খাদ্যপণ্যের যথেষ্ট মজুদ রয়েছে। পরিবহনের সংকট না থাকলে এটা দুই অংকে পৌঁছানের কথা নয়।”

গত অগাস্ট মাস থেকে ২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তিবছর ধরে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করছে পরিসংখ্যান ব্যুরো। এর আগে প্রায় এক বছর ১৯৯৫-৯৬ এবং ২০০৫-০৬ দুই ভিত্তিবছরের হিসাবেই মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হতো।

রাজধানীর আগারগাঁওয়ে ব্যুরো অফিসে প্রতি মাসে এই সংবাদ সম্মেলন হয়।

বাংলাদেশ সময়: ১৪:৩৫:৩৬   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ