নির্বাচন প্রতিহতকে কেন্দ্র করে আজ নিহত ১৫

Home Page » সংবাদ শিরোনাম » নির্বাচন প্রতিহতকে কেন্দ্র করে আজ নিহত ১৫
রবিবার, ৫ জানুয়ারী ২০১৪



index_20568.jpgবঙ্গ-নিউজডটকম: ১০ম জাতীয় সংসদ নির্বাচন প্রতিহতকে কেন্দ্র করে রোববার সারাদেশে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী বাহিনীর সংঘর্ষে ‍বিকাল সাড়ে ৪টায় পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন । এর মধ্যে দিনাজপুরে ৩ জন, রংপুরে পীরগাছায় ২ জন, নীলফামারীতে ২ জন, ফেনীর সোনাগাজীতে ২ জন, লক্ষীপুরে ১ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, নওগাঁয় ১ জন এবং লালমনিরহাটে ১ জন গাইবান্ধার সুন্দরগঞ্জে ১ জন।আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত।

দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুরে মিছিল করার সময় যৌথ বাহিনীর গুলিতে মাসুদ রায়হান (৩২) নামে এক জাগপা নেতা নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে পার্বতীপুর উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের সামনে মিছিল করে ১৮ দলের নেতাকর্মীরা। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা সেখান দিয়ে যাওয়ার সময় ১৮ দলের নেতাকর্মীরা তাদের গাড়িতে হামলা চালায়। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা মিছিলকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে মাসুদ রায়হান নিহত হয়। মাসুদ রায়হান পার্বতীপুর উপজেলা জাগপা’র যুগ্ম সাধারণ সম্পাদক।

এদিকে শনিবার দিবাগত গভীর রাতে দিনাজপুরের নশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও চাঁদগঞ্জ সরকারী বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচন বিরোধীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে বিএনপি কর্মী বাবুল হোসেন (৩০) মারা গেছেন । সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে পার্বতীপুরে নির্বাচনী সহিংসতায় চর্তুমুখী সংঘর্ষে আব্দুল ওয়াহিদ (৩৫) এক আনসার সদস্য নিহত হয়েছে।

রংপুর : ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করাকে কেন্দ্র করে রংপুরের পীরগাছায় পুলিশের গুলিতে ২ জামায়াত কর্মী নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে অন্তত ১০ জন। রোববার ভোররাত সাড়ে ৩ টার দিকে উপজেলার পারুলি ইউনিয়নে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার ভোররাতে পারুলি ইউনিয়নের ভোটকেন্দ্রে জামায়াত-শিবির কর্মীরা অগ্নিসংযোগ করতে যায়। এ সময় পুলিশ তাদের ওপর গুলি বর্ষণ করলে ঘটনাস্থলেই জামায়াত কর্মী মিরাজুল ও শিবির কর্মী হাবিবউজ্জামান হাবিব নিহত হয়।

লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রামে আওয়ামী লীগ-বিএনপির সংর্ঘষে আহত যুবদল নেতা ফারুক হোসেন আজ রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে পাটগ্রাম উপজেলার সফিরহাট এলাকায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে স্থানীয় যুবদল নেতা ফারুক হোসেন গুরুতর আহত হয়। আজ রোববার চিৎকিসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয় বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

পাটগ্রাম থানা পুলিশের অফিসার ইনচার্জ আমিরুল জামান ফারুকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নীলফামারী : নীলফামারীতে জামায়াতের দুই কর্মী নিহত হয়েছে। নিহত একজন হলেন মমতাজ আলী (৫৫)। অপর জন হলেন জাহাঙ্গীর আলম (৩০)। নিহত মমতাজ আলী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের বালাপাড়া এলাকার হাচি মামুদের ছেলে।

ফেনী: ফেনীর সোনাগাজীতে ২জন যুবদল কর্মীকে করে হত্যা করা হয়েছে। সরকার দলীয় ক্যাডারদের গুলিতে জামশেদ আলম (২৮) ও শহীদুল্লা নামের ২ যুবদল কর্মী নিহত হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, কেন্দ্র থেকে নির্বাচন বিরোধীরা ব্যালেট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হাজী রহিম উল্লার সমর্থক ও কর্মীদের সাথে সংঘর্ষ হয়।

দু’পক্ষের মধ্যে গুলি চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে শহীদ উল্লাহ মুসা ও জামশেদ নিহত হন । আহতদের আশংকাজনক অবস্থায় ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাছিমপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ও পেপার ছিনতাই কালে পুলিশের সাথে সংঘর্ষে স্থানীয় শিবির কর্মী মো: রুবেল (২২) নিহত হয়েছে। আজ বোরবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে আজ সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচন বিরোধীরা হামলা চালায়। তারা ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ভাঙচুর ছিনতাই ও তছনছ করে। সদর উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি কর্মী জয়নাল আবেদীন (২৫) ও হারুন অর রশিদ (৩৫) পুলিশের গুলিতে মারা গেছে। নির্বাচন বিরোধীরা ১৮ দলের নেতাকর্মীরা ঐ কেন্দ্রে বেলা ২টার দিকে হামলা চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ গুলি চালালে ২ বিএনপি কর্মী নিহত হয়।

এসময় স্থানীয় লামচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ হোসেন, রামগঞ্জ থানা পুলিশের এসআই মো: ফরহাদ হোসেনসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়। আহতদের রামগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলার চকদেবীরাম গ্রামে ভোটদানে বাধা প্রদানকে কেন্দ্র করে যৌথ বাহিনীর সাথে ১৮ দলের নেতা কর্মিদের সংঘর্ষের ঘটনায় বাবুল হোসেন (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

নিহত বাবুল হোসেন মান্দা উপজেলার চকবেদীরাম গ্রামের বাসিন্দা।

রোববার বিকেল ৩ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে মান্দা উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান শীর্ষ নিউজের কাছে নিশ্চিত করেছেন।

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় আওয়ামী লীগ -জামায়াত সংঘর্ষ হয়েছে । সংঘর্ষে জামায়াতের শাহাবুল নামে একজন কর্মী নিহত হয়েছেন ।আহত হয়েছেন কয়েকজন।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৪৫   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ