ঢাবিতে নিজ দলের নেতাকে পেটাল ছাত্রলীগ

Home Page » সারাদেশ » ঢাবিতে নিজ দলের নেতাকে পেটাল ছাত্রলীগ
শুক্রবার, ৩ জানুয়ারী ২০১৪



ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়া হল শাখার ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে রক্তাক্ত করেছেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রিন্স ও তার অনুসারীরা। ছাত্রলীগের ওই নেতার নাম আব্দুুল আলিম। গত বুধবার গভীর রাতে আলিমকে বেধড়ক মারধরের পর হল থেকে বের করে দেয়া হয়। তিনি হল ছাত্রলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। জানা যায়, ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের বিষয়টি জানা সত্ত্বেও আলিমকে হল শাখা ছাত্রলীগের আংশিক কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক পদ দেন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স। এরপর থেকে আলিম ছাত্রলীগের মিছিল-সমাবেশে নিয়মিত অংশ নিলেও ছাত্রদলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে থাকেন। বিষয়টি জানতে পেরে হল শাখা ছাত্রলীগের কর্মীরা সাধারণ সম্পাদক প্রিন্সের কাছে অভিযোগ তোলেন। তারা আলিমকে সংগঠন থেকে বহিষ্কারের দাবি জানান। জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আলিমকে বেধড়ক পেটায় ছাত্রলীগ কর্মীরা। পরে তাকে হল কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে হল ছাড়া করা হয়।
আহত আলিম বলেন, হলের ছাত্রলীগ কর্মী সোহাগসহ অনেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। বিষয়টি হল শাখা ছাত্রলীগের নেতাদের জানাতে গেলে উল্টো আমাকেই মারধর করে হল থেকে বের করে দেয়। নাম প্রকাশের অনিচ্ছুক হলের একাধিক ছাত্রনেতা বলেন, আলিম ছাড়াও প্রিন্স গ্রুপের অনেকের বিরুদ্ধেই ছাত্রদল সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এদের কেউ কেউ গত রাতের মারধরের সঙ্গেও জড়িত। কর্মী সঙ্কট ও হল আধিপত্য বজায় রাখতে প্রিন্স এ পন্থা অবলম্বন করেছেন বলে জানান তারা।
তবে মোতাহার হোসেন প্রিন্স এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আলিম মাঝে মাঝে কিছু ভুল করে। তাই গতকাল তাকে একটি ধমক দেয়া হয়েছে। তাছাড়া আর কিছু করা হয়নি।

বাংলাদেশ সময়: ২০:২৮:৫১   ২৫৭ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ