ভোট ঠেকাতে অবরোধের সঙ্গে ৪৮ ঘণ্টার হরতাল ১৮ দলের

Home Page » প্রথমপাতা » ভোট ঠেকাতে অবরোধের সঙ্গে ৪৮ ঘণ্টার হরতাল ১৮ দলের
শুক্রবার, ৩ জানুয়ারী ২০১৪



12_jamatgeneralstrike050213.jpgরাজুবঙ্গ-নিউজ ডটকমঃ নির্বাচন বর্জনের ডাক দিয়ে ভোট ও তার আগের দিন ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ওসমান ফারুক শুক্রবার বিকালে নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘একতরফা’ নির্বাচন বাতিলের দাবিতে লাগাতার অবরোধের পাশাপাশি বিরোধীদলীয় নেতাকে তার বাসায় ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে শনিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে ৪৮ ঘণ্টার ‘শান্তিপূর্ণ’ হরতাল চলবে।

“দেশবাসীকে আহ্বান জানাব, আপনারা ৫ জানুয়ারির নির্বাচনী প্রহসনকে ‘না’ বলুন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে ‘হ্যাঁ’ বলুন।”

সবাইকে ভোটদানে বিরত থাকার আহ্বান জানিয়ে ওসমান ফারুক সংবাদ সম্মেলনে বলেন, “জনগণের আন্দোলন কখনো বৃথা যাবে না, তাদের বিজয় সুনিশ্চিত।”

একই সঙ্গে ‘প্রহসনের নির্বাচনী খেলা’ বন্ধ করে দেশে ‘গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার’ দাবি জানান তিনি।

নির্বাচন ঠেকাতে ১৮ দল কী করবে জানতে চাইলে ওসমান ফারুক বলেন, “ভোট কেন্দ্রে যেতে ভোটারদের নিরুৎসাহিত করার জন্য আমরা ইতোমধ্যে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি। নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এই নিরুৎসাহিতকরণ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবে বলে আশা করছি।”

ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ১২টি দলের অংশগ্রহণে রোববার দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে। তবে বিএনপি নেতৃত্বাধীন জোটের বর্জনের কারণে ১৫৩টি আসনে প্রার্থীরা ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ঘোষিত তফসিল স্থগিত ও নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে পাঁচ দফা অবরোধ কর্মসূচি পালন করে ১৮ দলীয় জোট, যাতে নিহত হয়েছে শতাধিক মানুষ।

সর্বশেষ ১ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ শুরু করেছে বিরোধী দলীয় জোট, যাতে যানবাহনে পেট্রোল বোমা ছোড়ার পাশাপাশি ভোটকেন্দ্র পুড়িয়ে দেয়ার মতো ঘটনাও ঘটেছে।

ভোট ঠেকাতে সবাইকে ঢাকায় ডেকে গত রোববার ১৮ দল সমাবেশ করার ঘোষণা দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়িতে তা পণ্ড হয়ে যায়।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নয়া পল্টনে যেতে চাইলেও পুলিশের বাধায় ওইদিন তিনি গুলশানের বাসা থেকে বের হতে পারেননি। তার বাসার সামনে এখনো কড়া নিরাপত্তার ব্যবস্থা রেখেছে পুলিশ।

এই পরিস্থিতিতে বিএনপি দাবি করে আসছে, সরকার খালেদাকে ‘কার্যত গৃহবন্দি’ করে রেখেছে। স্পিকার ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এ ব্যাপারে হস্তক্ষেপও চেয়েছেন বিএনপির সাংসদরা।

ওসমান ফারুক দাবি করেন, গত ১ জানুয়ারি থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের রাজপথ-রেলপথ-নৌপথ অবরোধ কর্মসূচি দেশের মানুষ স্বতস্ফূর্তভাবে পালন করছে। এজন্য বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে জনগণকে অভিনন্দনও জানান তিনি।

খালেদার উপদেষ্টা বলেন, “সরকারের দমনপীড়ন অব্যাহত রয়েছে। গতকাল (বৃহস্পতিবার) কুমিল্লা জেলার মুরাদনগরে বিএনপি নেতা জসিম উদ্দিনকে যৌথ বাহিনীর সহায়তায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা করেছে। সারাদেশে সাড়ে পাঁচশ নেতা-কর্মী গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম ও আসাদুল করীম শাহিনও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:২৬:৩৯   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ