নৌকা প্রতীক প্রার্থীর পক্ষে ভোট চাইলেন লতিফ সিদ্দিকী।

Home Page » সারাদেশ » নৌকা প্রতীক প্রার্থীর পক্ষে ভোট চাইলেন লতিফ সিদ্দিকী।
শুক্রবার, ৩ জানুয়ারী ২০১৪



jana-shavadurgapur-03.jpgতমাল সাহা।স্টাফ রিপোর্টার
নেত্রকোনা- ১(দুর্গাপুর-কলমাকান্দা) আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী ছবি বিশ্বাস এর নির্বাচনী সমাবেশ দুর্গাপুর শহীদ সন্তোষ পার্কে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গনি তালুকদারের সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র,বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রনালয়ের মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন সাবেক খাদ্য মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, উপ প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, অন্যান্যের মধ্যে আলোচনা করেন নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মতিউর রহমান খানঁ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফ আলী খসরু এমপি, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ছবি বিশ্বাস, জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, মরহুম জালাল তালুকদারের কণ্যা জান্নাতুল ফেরদৌস ঝুমা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাইদুল হোসেন আকঞ্জি, আওয়ামী নেতা উপাধাক্ষ্য রেমন্ড আরেং, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক খোরশেদুর আলমসহ প্রত্যেক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি/সম্পাদক সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন,স্বাধীনতার পক্ষের সকল শক্তি এক হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য একই রাতে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোশতাক আহম্মেদ রুহী পৌর এলাকার কালী বাড়ী মোড়, পুলিশ মোড়, নাজিরপুর মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তার বিগত পাঁচ বছরের উন্নয়নের ফিরিস্তি দিয়ে আনারস মার্কায় ভোট চান।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:১২   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ