জেলায় জেলায় হরতালের ডাকভোটের দিন

Home Page » জাতীয় » জেলায় জেলায় হরতালের ডাকভোটের দিন
শুক্রবার, ৩ জানুয়ারী ২০১৪



12_jamatgeneralstrike050213.jpgতমালবঙ্গ-নিউজডটকমঃ দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন ও এর আগের দিন দেশের বিভিন্ন জেলায় হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধিন ১৮ দলীয় জোট।
শুক্রবার রাজশাহী, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে হরতাল ঘোষণার খবর পাওয়া যায়। এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেট থেকে হরতালের ডাক দেয়া হয়।

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে এবং ঘোষিত তফসিল স্থগিত করে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেয়ার দাবিতে এই হরতাল কর্মসূচি দেয়া হয়েছে বলে স্থানীয় নেতারা জানিয়েছেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ১২টি দলের অংশগ্রহণে রোববার দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে। তবে বিএনপি নেতৃত্বাধীন জোটের বর্জনের কারণে ১৫৩টি আসনে প্রার্থীরা ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ঘোষিত তফসিল স্থগিত ও নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে পাঁচ দফা অবরোধ কর্মসূচি পালন করে ১৮ দলীয় জোট। সর্বশেষ এক জানুয়ারি থেকে লাগাতার অবরোধ শুরু করেছে তারা।

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া একাধিক বক্তৃতায় নেতাকর্মীদেরকে ভোট প্রতিহতে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন। ভোটের দিনকে ঘিরে কেন্দ্রীয়ভাবে হরতালের ঘোষণা না থাকলেও বিভিন্ন জেলা থেকে বিচ্ছিন্নভাবে এই হরতালের ঘোষণা আসছে।

অবশ্য বিরোধী দলের কর্মসূচিতে ভোট গ্রহণে কোনো বাধা সৃষ্টি হবে না বলেই মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

রাজশাহী

খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ও গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে শনিবার ও রোববার রাজশাহী জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনির।

কেন্দ্রীয় বিএনপির সদস্য ও মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল আলম দুলাল, মহানগর বিএনপির সহ-সভাপতি এলাহী বক্স, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও মহানগর মহিলা দলের সাবেক সভাপতি কাজী হেনা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ

আগামী ৪ ও ৫ জানুয়ারি সিরাজগঞ্জ জেলায় টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।

সকালে শহরে সংক্ষিপ্ত মিছিল ও সমাবেশ শেষে জেলা বিএনপির যুগ্ন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বাসভবনে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে, একদলীয় নির্বাচন বাতিলের দাবিতে, সুপ্রিমকোর্টে সিমকী ইমাম খানসহ অন্যান্য আইনজীবীদের ওপর হামলা, ১৮ দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।

মানিকগঞ্জ

মানিকগঞ্জ-১ আসনের নির্বাচনী এলাকা ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

জেলা বিএনপির যুগ্নসম্পাদক তোজাম্মেল হকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, খালেদা জিয়াকে অবরুদ্ধ এবং প্রহসনের নির্বাচনের প্রতিবাদে এই হরতাল আহবান করা হয়।

এছাড়া ৫ জানুয়ারি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বচনী এলাকার প্রতিটি ওয়ার্ডে জাতীয় ও কালো পতাকা হাতে গণসমাবেশ করার আহবান জানান হয়েছে।

পটুয়াখালী

খালেদা জিয়াকে অন্যায়ভাবে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে পটুয়াখালীতে ৩৬ ঘণ্টার হরতালের ডেকেছে ১৮ দলীয় জোট।

১৮ দলীয় জোটের সদস্য সচিব ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রব মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় সর্বাত্মক ৩৬ ঘণ্টার হরতাল পালিত হবে।

নোয়াখালী

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের মুক্তির দাবিতে জেলায় শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ আজাদ জানান, চাটখিল-সোনাইমুড়ি আসন থেকে নির্বাচিত সাংসদ ও দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের মুক্তির দাবিতে শনিবার জেলার সর্বত্র পূর্ণদিবস শান্তিপূর্ণ হরতাল পালন করা হবে।

ফরিদপুর

খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ রাখার প্রতিবাদে শনিবার ফরিদপুরে সকাল-সন্ধ্যার হরতাল ডেকেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

দুপুরে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাফিজ হরতালের ঘোষণা দেন।

বরিশাল

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ রাখার অভিযোগ এনে বরিশালে শনিবার সকাল- সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

বরিশালে ১৮ দলের যুগ্ম আহ্বায়ক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল আহসান সাহীন জানান, বরিশাল জেলা ও মহানগর এলাকায় এই হরতাল হবে।

বাংলাদেশ সময়: ১৭:১৮:৫২   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ