বিএনপিকে নির্বাচনে আনতে বারবার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » বিএনপিকে নির্বাচনে আনতে বারবার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০১৪



image_62215_20079.jpgতমালবঙ্গ-নিউজডটকমঃ প্রধান বিরোধী দল-বিএনপিকে নির্বাচনে আনতে বারবার চেষ্টা করেছি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সে জন্য আমি নিজে তাকে ফোন করেছি। আলোচনায় বসার আহ্বান জানিয়েছি। নির্বাচনকালীন সরকারে স্বরাষ্ট্রসহ যেকোনো মন্ত্রণালয় দেয়ার প্রস্তাব করেছি। কিন্তু বিরোধীদলীয় নেতা সকল প্রস্তাব প্রত্যাখ্যান করে সহিংসতার পথ বেছে নিয়েছেন। বারবার আমাকে আল্টিমেটাম দিয়েছেন।
শেখ হাসিনা বলেন, তারই (খালেদা) দেয়া প্রস্তাব অনুযায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। আশা করেছিলাম, জনগণের ওপর আস্থা রেখে বিএনপি নির্বাচনে আসবে। কিন্তু শত চেষ্টা সত্ত্বেও তারা নির্বাচনে আসেনি।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্য ভাষণে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, সাংবিধানিকভাবেই ৫ জানুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সরকার গঠন করলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করা হবে।

তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের প্রতি ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দেবো। ২০১৬ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন ১৬ হাজার মেগাওয়াটে উন্নীত হবে। ২০২১ সালে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করা হয়েছে। সৌরবিদ্যুতের ব্যবহার আরো সহজলভ্য আমরা করবো।
রামপালে ১৩০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক কয়লা বিদ্যুৎকেন্দ্র ও রূপপুরে ২০০০ মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করবো।

ভাষণের শুরুতেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মহাজোট সরকারের শাসনামলে সরকারের সফলতা তুলে ধরে ধরেন তিনি।

বাংলাদেশ সময়: ২১:৪২:০১   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ