অবরোধে ভোটে কোনো প্রভাব ফেলবে না : সিইসি

Home Page » জাতীয় » অবরোধে ভোটে কোনো প্রভাব ফেলবে না : সিইসি
বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০১৪



99fd31579ef7e59068753b19127698cc.jpgতমালবঙ্গ-নিউজডটকমঃ ১৮ দলীয় জোটের ডাকা অবরোধে ভোটে কোনো প্রভাব ফেলবে না বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবুদ্দিন আহমেদ।বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অবরোধে ভোটারদের সমস্যা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জাবাবে সিইসি বলেন, অবরোধে ৫ জানুয়ারি কারো ভোট দিতে সমস্যা হবে না। অবরোধে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সমস্যা হয়। এখনেতো সেটার দরকার হবে না। নিজের এলাকায় মানুষ ভোট দেবে।

বিরোধীদলবিহীন এই নির্বাচন কি চেয়েছিলেন?- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা চেয়েছিলাম সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক। ১৯ অক্টোবর আমরা রাষ্ট্রপতির কাছে সাক্ষাৎ করেছিলাম। পরদিন তফসিল ঘোষণার কথা ছিল। কিন্তু আমরা সমঝোতার কোনো ইঙ্গিত পা্ইনি, তাই ছয়দিন অপেক্ষা করে বাধ্য হয়ে তফসিল ঘোষণা করতে হয়েছে। এরপরও বিভিন্ন মহলের উদ্যোগ হয়েছে। আমার মনে আশা ছিল সমঝোতা হবে। কিন্ত হয়নি। আমাদের আইনি ও সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। সমঝোতা হলে অনেক কিছু করা যেতো। যেহেতু হয়নি, আমাদেরকে নির্বাচনী প্রক্রিয়া চালিয়ে যেতে হয়েছে’।

তিনি বলেন, প্রতিবারের মতো নির্বাচনে সহযোগিতার জন্য গত ২৬ ডিসেম্বর সারাদেশে সেনা মোতায়েন করা হয়েছে। নিয়মানুযায়ী আগামী ৯ জানুয়ারি তাদের প্রত্যাহার করা হবে।

বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী, মো. শাহনেওয়াজ ও ইসি সচিব মোহাম্মদ সাদিক বঙ্গভবনে যান।

বাংলাদেশ সময়: ১৮:৫২:০২   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ