দেশব্যাপী নাশকতাকারীদের ধরিয়ে দেয়ার আহবান, প্রধানমন্ত্রীর

Home Page » প্রথমপাতা » দেশব্যাপী নাশকতাকারীদের ধরিয়ে দেয়ার আহবান, প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০১৪



image_1495_1849131.jpgখোকন:বঙ্গ-নিউজ ডটকমঃআন্দোলনের নামে দেশব্যাপী যারা নাশকতা করছে তাদের ধরিয়ে দেয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী দেশবাসীকে বলেছেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে যারা বাধা দিতে আসবে তাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে। বিএনপি জামায়াত গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে উৎখাত করে অগণতান্ত্রিক শক্তির হাতে দেশকে তুলে দিতে চায়।’ রাজধানী ঢাকায় পৃথক তিনটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারাভিযানের তৃতীয় পর্যায়ে ঢাকার তিনটি নির্বাচনী এলাকায় দলের পক্ষে ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। উত্তরায় সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীদল আন্দোলন নয় সন্ত্রাস করছে। প্রধানমন্ত্রী বলেন নাশকতাকারীদের আইনের আওতায় আনা হবে।’ এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশের মানুষকে এবং আপনাদেরকেও আমি অনুরোধ করবো, এই ধরনের ধ্বাংসাত্মক কার্যকলাপ যারা করবে, তাদেরকে ধরিয়ে দিবেন, চিহ্নিত করিয়ে দিবেন। তাদের বিচার হবে বাংলার মাটিতে এবং বিএনপি নেত্রীকে বলবো এতো খুনের বিচার, এই বিচার একদিন বাংলার মাটিতে হবে এবং আপনি হুকুমের আসামি হবেন এই ধরনের কর্মকান্ডের।’ এছাড়া, পল্লবীতে নির্বাচনী জনসভায় ইলিয়াস মোল্লার পক্ষে ভোট চান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘৫ ই জানুয়ারী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে।’ নির্বাচনে কেউ বাধা দিতে এলে তা প্রতিরোধের আহবান জানান তিনি। পল্লবীর নির্বাচনী জনসভায় বিরোধী দলীয় নেত্রীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘উনি নির্বাচনে যাবেন না। উনি আন্দোলন করবেন। আন্দোলন মানে কি, সন্ত্রাসী কর্মকান্ড।’ নিজের দু’টি আসনে নির্বাচনী প্রচারণার পর এবারই রাজধানীতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এর আগে দুপের কাফরুলে কামাল মজুমাদারের নির্বাচনী জনসভাও বক্তৃতা করেন শেখ হাসিনা। তিনি অভিযোগ করেন অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আনতে দেশব্যপী নাশকতা চালাচ্ছে বিএনপি জামায়াত। কাফরুলের জনসভায় তিনি জামায়াত-শিবির প্রসঙ্গে বলেন, ‘বার বার গণতন্ত্র ধ্বংস করতে চায়। কাজেই এই গোষ্ঠির জন্য যারা নিজেদেরকে বিশিষ্ট নাগরিক হিসেবে ঘোষণা দিয়ে নিজেরাই নানা ধরনের ফর্মুলা বের করে, এদের সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকতে আমি আহবান জানাচ্ছি।’

বাংলাদেশ সময়: ১১:১৩:৪৩   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ