পটুয়াখালী-৩ আসনে শেখ হাসিনাকে প্রার্থী হবার দাবি জানালেন স্থানিয় নেতা কর্মীরা

Home Page » জাতীয় » পটুয়াখালী-৩ আসনে শেখ হাসিনাকে প্রার্থী হবার দাবি জানালেন স্থানিয় নেতা কর্মীরা
শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৩



desktop-small.jpgবঙ্গ-নিউজ ডটকম : পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে গোলাম মাওলা রনির পরিবর্তে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রার্থী হওয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। বৃহস্পতিবার দলের তৃণমূল নেতাদের সাথে সভানেত্রীর এক বৈঠকে এ দাবি জানানো হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে   তবে প্রধানমন্ত্রী এব্যাপারে তাৎক্ষনিক কোনো সিদ্ধান্ত দেননি। তিনি বলেছেন, সময় হলে দেখা যাবে। আপাতত সবাইকে সংঘবদ্ধ থাকতে হবে। দেশ নিয়ে ভাবতে হবে। সভায় উপস্থিত একটি সূত্র জানায়, দশমিনা উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর সামনে কান্নাকাটি করেন। বলেন, বিগত চার বছর পদে পদে হেনস্তা হয়েছি। কয়েকযুগ ধরে আওয়ামী লীগের রাজনীতি করছি। জীবনে কখনও এমন অপমান হয়নি। আজ আমার দল রাষ্ট্র ক্ষমতায় অথচ ভোট দিয়ে যাকে নির্বাচিত করেছি তার লোকজনের হাতে হেনস্তা হতে হচ্ছে। গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন-উর রশীদ আবেগ তাড়িত হয়ে বক্তব্য রাখেন। এমপি গোলাম মাওলা রনিকে ইঙ্গিত করে তিনি বলেন, এলাকায় দলের একটি অংশ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অন্যায়ের প্রতিবাদ করলেই হেনস্তা হতে হয়। চার বছর ধরে এ অবস্থায় আছি। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এ নেতা বলেন, পটুয়াখালী-৩ আওয়ামী লীগের আসন। আগামীতে এখান থেকে আপনাকে নির্বাচন করতে হবে। এর অন্যথা আমরা চাই না। জেলা আওয়ামী  লীগের সভাপতি ও পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান খান মোশাররফ হোসেন এব্যাপারে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই ওই আসন থেকে নির্বাচন করতে হবে। রনিকে আর সেখানে মনোনয়ন দেয়া চলবে না। এদিকে বৈঠকে উপস্থিত একটি সূত্র জানান, প্রধানমন্ত্রী স্থানীয় নেতাদের বক্তব্য শোনার একপর্যায়ে উপস্থিত একটি পক্ষ জেলা কমিটির নেতাদের বিরুদ্ধে সেচ্ছাচারিতার অভিযোগ আনেন। বিশেষ করে দশমিনা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক থাকা সত্বেও অন্য একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বানিয়ে কেন্দ্রে তালিকা পাঠানোর অভিযোগ আনলে প্রধানমন্ত্রী জেলা নেতাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। প্রধানমন্ত্রী তাদের ভৎসনা জানিয়ে বলেন ভবিষ্যতে এসব ধরণের অভিযোগ আসলে কাউকে ক্ষমা করা হবে না। এসময় জেলা কমিটির সাধারণ সম্পাদক হাত জোড় করে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থণা করেন।

এদিকে ‘ইউএস স্টেট ডিপার্টমেন্ট’ এর আমন্ত্রণে লেজিসলেটিভ ফেলোশীপ কর্মসূচীতে অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করায় সভায় গোলাম মাওলা রনি অনুপস্থিত ছিলেন। এজন্য তার প্রতিক্রিয়া জানাও সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১১:৪৬:২৬   ৫৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ