ফোনে ‘খোঁজ নিচ্ছেন’ খালেদা

Home Page » প্রথমপাতা » ফোনে ‘খোঁজ নিচ্ছেন’ খালেদা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৩



28_bnpgulshanoffice_251213.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ সমাবেশ হবে এবং বিএনপি চেয়ারপার্সন তাতে যোগ দেবেন- এমন ঘোষণার পর নয়া পল্টন ও গুলশানে এখন শুধুই পুলিশ।
গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাড়ি ঘিরে শনিবার রাতেই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। বাড়ির সামনে এবং আশেপাশের সড়ক মিলে সেখানে আট প্লাটুন পুলিশ মোতায়েন রয়েছে বলে গুলশানের উপ কমিশনার লুৎফুল কবির জানান।

গুলশানের ৮৬ নম্বর সড়কে ‘ফিরোজা’ নামের ওই বাড়ির উল্টো দিকের রাস্তায় রাখা হেয়েছে জল কামান। আর গলির মুখে বসেছে পুলিশের ব্যারিকেড।

বাড়ির সামনে দুটো ও রাস্তায় গলির মুখে তিনটি বালিবোঝাই ট্রাক আড়াআড়িভাবে রেখে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। অবশ্য গুলশানের ওসি রফিকুর ইসলাম বলছেন, নষ্ট হয়ে ওভাবে দাঁড়িয়ে আছে ট্রাকগুলো।

শনিবার রাতে খালেদার বাড়ির সামনে পর্যন্ত সাংবাদিকদের যেতে দেয়া হলেও সকাল থেকে সাংবাদিকদের অপেক্ষা করতে হচ্ছে বেশ খানিকটা দূরে। শ দেড়েক গণমাধ্যমকর্মী সেখানে অপেক্ষা করছেন।

বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে  বলেন, “ম্যাডাম সকালেই উঠেছেন। তিনি পত্রিকা পড়েছেন এবং ফোনে কর্মসূচির খোঁজ খবর নিয়েছেন।”

দুপুরের পর তার নয়া পল্টনের দিনে রওনা হওয়ার কথা বলে জানান তিনি।

তবে বাড়ির ফটকেই গুলশান জোনের এডিসি আয়েশা সিদ্দিকার নেতৃত্বে মোতোয়েন রয়েছে এক প্লাটুন মহিলা পুলিশ।

খালেদা জিয়ার প্রটোকলের পুলিশ প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে বিএনপি নেতারা অভিযোগ করলেও সকাল থেকেই তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

রোববার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। তবে হাফিজ শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বলেছেন, সকাল থেকে তারা সমাবেশ শুরু করবেন এবং খালেদা জিয়া যে কোনো সময় এতে যোগ দেবেন।

খালেদা জিয়া একদিন আগে এক ভিডিও বার্তায় তিনি উপস্থিত হতে না পারলেও সমাবেশ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সেইসঙ্গে সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫:০৫:০৬   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ