খালেদা জিয়ার পুলিশ প্রটোকল প্রত্যাহারের অভিযোগ, অস্বীকার করল পুলিশ

Home Page » প্রথমপাতা » খালেদা জিয়ার পুলিশ প্রটোকল প্রত্যাহারের অভিযোগ, অস্বীকার করল পুলিশ
শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৩



28-12-13-khaleda-zia-1_29234_0.jpgখোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ তবে পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার সমকালকে বলেন, খালেদা জিয়ার পুলিশ প্রটোকল প্রত্যাহারের খবরটি সঠিক নয়বিরোধীদলীয় নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পুলিশ প্রটোকল প্রত্যাহারের অভিযোগ করেছে বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে বরাত দিয়ে বিরোধী দলীয় নেতার মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান সাংবাদিকদের বলেন, “খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ প্রটোকল প্রত্যাহার করা হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত প্রটোকলের গাড়িটিও সরিয়ে দেওয়া হয়েছে। তবে পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার সাংবাদিকদের বলেন, “খালেদা জিয়ার পুলিশ প্রটোকল প্রত্যাহারের খবরটি সঠিক নয়। ডিএমপির মুখপত্র ঢাকা মহানগর পুলিশের ডিসি মাসুদুর রহমান সমকালকে বলেন, “বিএনপির নেত্রীর পুলিশ প্রটোকল প্রত্যাহার করা হয়নি। খালেদা জিয়ার বাসার বাইরে কর্মসূচি থাকলে সেটা প্রটেকশনের দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে সমন্বয় করেই করা হয়ে থাকে। শনিবার রাতে বিরোধীদলীয় নেতার কোনো কর্মসূচির কথা জানানো হয়নি। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসভবন ঘিরে শনিবার রাত থেকে পুলিশি প্রহরা জোরদার করা হয়েছে। বাসার সামনের দুটি সড়কে বসানো হয়েছে চেকপোস্ট শনিবার সন্ধ্যায় বিএনপির সহ-সভাপতি হাফিজউদ্দিন আহমেদের সংবাদ সম্মেলনের পর খালেদার গুলশানের বাড়ির সামনের সড়কে দুই পাশেই ব্যারিকেড তৈরি করেছে পুলিশ। দুই শতাধিক পুলিশ খালেদা বাসার আশপাশে অবস্থান নেন। ফটকের সামনে মহিলা পুলিশও অবস্থান নিয়েছে রাত ৮টার দিকে খালেদা জিয়ার দলীয় কার্যালয়ে যাওয়ার কথা থাকলেও তিনি বের হননি। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান সমকালকে বলেন, “রাত ৮টার দিকে বিরোধীদলীয় নেতার প্রোটোকলের দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হয়। ওই সময় খালেদা জিয়া বাসা থেকে বের হওয়া প্রস্তুতি নিচ্ছিলেন। তবে শেষপর্যন্ত তিনি আর বের হননি

 

বাংলাদেশ সময়: ২২:১৫:৪৬   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ