বলিউড টপ ‘ফোর’

Home Page » বিনোদন » বলিউড টপ ‘ফোর’
শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৩



deepikahappy.jpgখোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ ২০১৩ সালকে ভুলে যেতে চাইবেন সোনাক্ষী সিনহাআর … ‘রাজকুমারসফল হলেও তারওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই দোবারা‘, ‘বুলেট রাজাফ্লপলুটেরাসামান্য লাভ করেছে, এতটুকুই স্বস্তি! ছবির জন্য অবশ্য সোনাক্ষী পুরস্কার পেয়ে যেতে পারেন; যেমনটি পুরস্কারের জন্য মনোনয়ন পেতে পারেন পরিণীতা চোপড়া [শুধ্ দেশি রোমান্স] কঙ্গনা রনৌতও বছর দিয়েছেনকৃষ থ্রি‘, ‘শুটআউট অ্যাট ওয়াদালা মতো সফল ছবি তবে ২০১৩ সালের অন্য সফল নায়িকাদের সঙ্গে টক্করে পিছিয়ে পড়েছেন এই তিন নায়িকা সারা বছর পর্দা এবং পর্দার বাইরে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা, ঝুলিতে হিটের সংখ্যা, ছবিতে অভিনেত্রীর ভূমিকা, দর্শককে প্রেক্ষাগৃহে টেনে আনার ক্ষমতা, সমালোচকদের সমর্থন_ সব মিলিয়ে এবারের আলোচিত পাঁচ নায়িকাকে নিয়ে লিখেছেন খোকন অহমেদ ।

. দীপিকা পাড়ূকোন

বলা হচ্ছে, ষাটের দশকের মীনা কুমারীর পর এতটা সফল অভিনেত্রীকে বলিউডে এর আগে দেখা যায়নি একই বছর চারটি বল্গকবাস্টার হিটের রেকর্ড এবং বক্স অফিসকে ভারত থেকে ৬৩৪ কোটি ৪৬ লাখ [বিশ্বব্যাপী ১০০০ কোটির বেশি] এনে দেওয়ার অনন্য রেকর্ড এর আগে কোনো বচ্চন, খান, খান্নাও করে দেখাতে পারেননিরেস টু‘, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি‘, ‘চেন্নাই এক্সপ্রেস‘, ‘গোলিও কি রাসলীলা-রামলীলাপ্রতিটি ছবিই সফল হওয়ার জন্য দীপিকার বড় ধরনের অবদান স্বীকার করেন সবাই ক্যারিয়ারের ষষ্ঠ বছরে এসে বলিউড সম্রাজ্ঞীর খেতাব পেয়েছেন দীপিকা কারণেই হয়তো কোকাকোলা, লাক্সের মতো পণ্যের মুখপাত্র হওয়া, নায়িকাদের মধ্যে রেকর্ড পারিশ্রমিক, শাহরুখ-সালমান-হৃতি্বক-রনবীর কাপুরের সঙ্গে নতুন ছবির প্রস্তাব_ সব মিলিয়ে সাফল্যের উত্তাপে ভাসছেন মিস পাড়ূকন আগামী বছরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে দীপিকার পুরস্কার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রনবীর সিংয়ের সঙ্গে দীপিকার প্রেম ছিল ২০১৩-এর অন্যতম আলোচিত বিষয়

. ক্যাটরিনা কাইফ

বছরজুড়ে হাওয়া, শেষ সপ্তাহে ধুম তাতেই মাত করে দিয়েছেন ক্যাটরিনাধুম থ্রিইতিহাসের সাক্ষী হতে চলেছে একের পর এক রেকর্ড ভেঙে মাত্র তিন দিনে ১০০ কোটি রুপি পার করা ছবির নায়িকা ক্যাটরিনা এই একটি ছবির কল্যাণে চলে এসেছেন দ্বিতীয় অবস্থানে গুগল, ইয়াহুতে এবারও দর্শকরা সবচেয়ে বেশি তাকে খুঁজেছে আবেদনময়ী অভিনেত্রীর জরিপেও চতুর্থবারের মতো শীর্ষস্থান দখল করেছেন ক্যাট রনবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন তিনি সে ছবি ছড়িয়ে যায় পত্রিকা এবং ইন্টারনেটে এই একটি খবরই যথেষ্ট ছিল ক্যাটরিনাকে আলোচনায় রাখার জন্য

. প্রিয়াঙ্কা চোপড়া

২০১৩ সালটা প্রিয়াঙ্কার জন্য ছিল টক-ঝাল-মিষ্টির বাবাকে হারিয়েছেনজঞ্জিরফ্লপ হয়েছে ১০ বছর আগে শেষ হওয়াদিওয়ানা ম্যায় দিওয়ানাসুপারফ্লপ হয়েছেশুটআউট অ্যাট ওয়াদালাবাবলি বাদমাশগানটিও দর্শকরা প্রত্যাখ্যান করেছে তবেকৃষ থ্রিপ্রিয়াঙ্কাকে শেষ রক্ষা করেছে এখন পর্যন্ত ভারত থেকে সবচেয়ে বেশি আয় করা ছবিকৃষ থ্রি‘ [২৪৫ কোটি] যদিও হৃতি্বকের অবদানই ক্ষেত্রে বেশি, তারপরও হিট ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবাই লাভবান হন_ এই ধ্রুব সত্য মেনেই প্রিয়াঙ্কাকে সফল নায়িকাদের সারিতে শামিল করা যায়গোলিও কি রাসলীলা-রামলীলাছবিতে প্রিয়াঙ্কাররাম চাহে লীলা বছরের অন্যতম জনপ্রিয় গান হলিউডেরপ্লেনসছবিতে কণ্ঠ দিয়ে এবং নিজের একক অ্যালবামেরএক্সোটিকগানের ভিডিওর কারণে আলোচনার তুঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা

. শ্রদ্ধা কাপুর

বছরের বড় চমকআশিকি টু গুগলে ছবিটিকেই ভারতের দর্শকরা বেশি খুঁজেছেন আর ছবির নায়িকা শ্রদ্ধা কাপুর ক্যারিয়ারের তৃতীয় ছবির মাধ্যমে চলে এসেছেন প্রথম সারিতে ১২ কোটি রুপির ছবিআশিকি ৮৫ কোটি ৪০ লাখ আয় করেছে এই একটি সুপারহিটের কারণে শ্রদ্ধা আজ পাঁচটি বড় ছবির নায়িকা, চারটি নামি পণ্যের মডেল বছর শেষেগোরি তেরে পেয়ার ম্যায়ছবির অতিথি চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন শ্রদ্ধাআশিকি টুনায়ক আদিত্যের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে বছরজুড়ে

বাংলাদেশ সময়: ১৬:০২:২২   ৬০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ