বাধা উপেক্ষা করে মাঠে থাকার আহ্বান খালেদা জিয়ার

Home Page » প্রথমপাতা » বাধা উপেক্ষা করে মাঠে থাকার আহ্বান খালেদা জিয়ার
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৩



ঢাকা মহানগর পুলিশ সমাবেশের অনুমতি না দেয়ার বিষয়টি জানিয়ে দেয়ার পর শুক্রবার বিকালে গণমাধ্যমের কাছে পাঠানো এক ভিডিও বার্তায় খালেদা এই আহ্বান জানান।

খালেদা জিয়া বলেন, ‘‘ স্বাধীনতা যুদ্ধের বিজয়র মাসে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামী ২৯ ডিসেম্বর জাতীয় পতাকা হাতে আমি আপনাদের প্রতি নয়া পল্টনে বিএনপি অফিসের সামনে সমবেত হতে অনুরোধ করছি।

“আমি আশা করি, সকল প্রতিকূলতা, প্রতিবন্ধকতা উপেক্ষা করে আপনারা ২৯ ডিসেম্বর ঢাকায় গণতন্ত্র রক্ষার সমাবেশে শরিক হবেন।”

নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারপার্সন বলেন, “আমি আপনাদের পাশে আছি, থাকব সবসময়। যদি আমি আপনাদের পাশে থাকতে না পারি, তাহলেও আপনারা এই কর্মসূচি আন্দোলন চালিয়ে যাবেন ।”

বর্তমান সরকারের ‘বিদায় না হওয়া পর্যন্ত’ এই আন্দোলন অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন খালেদা।

পাঁচ দফা টানা অবরোধের পর খালেদা জিয়া গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে ‘প্রহসনের ভোট’ আখ্যায়িত করে তা প্রতিহতের জন্য সবাইকে রোববার ঢাকায় সমবেত হতে বলেন তিনি।

পরদিন বিএনপির একটি প্রতিনিধি দল নয়া পল্টনে সমাবেশের অনুমতি ও সহযোগিতা চেয়ে ঢাকা মহানগর পুলিশের কোছে আবেদন করে। সমাবেশ করতে বাধা দিলে পরিণতি ভাল হবে না বলে সরকারকে সতর্কও করেন খালেদা জিয়া।

এদিকে টানা হরতাল অবরোধে শতাধিক মানুষের প্রাণহানী ও ব্যাপক নাশকতার পর বিরোধী দলের এই নতুন কর্মসূচি নিয়ে জনমনে উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়।

নির্বাচন সামনে রেখে সারা দেশে যৌথ অভিযান শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী, যাতে বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে বলে বিএনপি নেতাদের অভিযোগ।

বিভিন্ন স্থানে বাস-লঞ্চ বন্ধ রেখে নেতাকর্মীদের ঢাকা আসার পথে বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন বিএনপি নেতারা।

এই পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান (মিডিয়া) শুক্রবার দুপুরে জানান, ‘জন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে’ সমাবেশের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এর ঘণ্টা দুই পর বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার ভিডিও বার্তাটি পাঠানো হয়।

দেড় মিনিটের ওই বার্তায় বিএনপি চেয়ারপার্সন সবাইকে ঢাকাযাত্রা শেষে সমাবেশে মিলিত হয়ে সরকারের ‘প্রহসনের’ নির্বাচনকে ‘না’ বলতে এবং গণতন্ত্র ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনকে ‘হ্যা’ বলার আহ্বান জানান।

খালেদা জিয়া বলেন, “এ দেশে আমরা গণতন্ত্র এনেছি, আবারো গণতন্ত্র আনব। এবং ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয়, বিজয় আমাদের সুনিশ্চিত।

বাংলাদেশ সময়: ১৮:৩২:৩১   ৩৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ