বাধা দিলে পরিণতি হবে কঠিন: খালেদা

Home Page » প্রথমপাতা » বাধা দিলে পরিণতি হবে কঠিন: খালেদা
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩



khaleda_christmas_day.jpg(রাজু)বঙ্গ-নিউজ ডটকমঃ আগামী রোববারে ঢাকায় অভিযাত্রা কর্মসূচিতে বাধা না দিতে সরকারকে হুঁশিয়ার করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে চান জানিয়ে তিনি সরকারের উদ্দেশে বলেছেন, “আমি কথা দিচ্ছি- এই কর্মসূচিতে কোনো অশান্তি হবে না।

“তারপরও যদি সরকার আমাদের কর্মসূচি করতে না দেয়, তার পরিণতি ভয়াবহ ও আরো কঠিন হবে।”

বিরোধী দলবিহীন নির্বাচন রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ঢাকা অভিযাত্রা কর্মসূচি ঘোষণার একদিন পর বুধবার বিএনপির বিভিন্ন নেতা-কর্মীকে আটকের প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দেন বিএনপি চেয়ারপারসন।

বড়দিনে নিজের গুলশানের কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

যিশু খ্রিস্টের বাণী স্মরণ করে বিরোধীদলীয় নেতা বলেন, “তার বাণী ছিল শান্তির। সেই শান্তি আজ দেশে নেই, এই জন্যই আমাদের সংগ্রাম।

“অবস্থা দেখে মনে হচ্ছে- এই দেশটা জনগণের নয়। আওয়ামী লীগ দেশটাকে নিজের পৈত্রিক সম্পত্তি বানিয়ে ফেলেছে। এরকম পরিস্থিতি চলতে দেয়া যায় না। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

রোববার ‘গণতন্ত্র রক্ষার’ অবস্থানে খ্রিস্টানসহ সব ধর্মের মানুষকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা সবাই এই কর্মসূচিতে যোগ দেবেন। আমিও আপনাদের সঙ্গে থাকব। সরকারকে বলছি, সাহস থাকলে এই কর্মসূচিতে বাধা দেবেন না।”

এই অনুষ্ঠানে ঢোকার পথে এবং অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় বিএনপির কয়েকজন নেতাকে পুলিশ তুলে নিয়ে যায়, এদের কয়েকজনকে পরে ছেড়েও দেয়া হয়।

বিএনপি চেয়ারপাসন গুলশানের কার্যালয়ে আসেন রাত সাড়ে ৭টার দিকে। তার আগে থেকে কার্যালয়ের চারপাশে ব্যাপক পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়।

খালেদা ঢুকলেও দলের নেতা-কর্মীদের ঢুকতে দিচ্ছিল না। তিনি রাত ১২টায় কার্যালয় থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা হন।

বিরোধীদলীয় নেতা বলেন, “অফিসে কোনো নেতাকে প্রবেশ করতে দিচ্ছে না। গেইট থেকে নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। আমার বাসাও একই অবস্থা। এর নাম গণতন্ত্র!

“দেশের অবস্থা ভালো নয়। এক দেশে দুই আইন চলছে। ক্ষমতাসীনরা গতকাল তাদের কার্যালয়ের সামনে সমাবেশ করেছে। আর বিরোধী দলকে কোথাও এমনকি তার কার্যালয়ের সামনে পর্যন্ত সমাবেশ করতে দেয়া হচ্ছে না।”

বিরোধী দলের আন্দোলনের মধ্যে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন খালেদা জিয়া।

বিএনপি নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করলেও আওয়ামী লীগ ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের পথে এগিয়ে চলছে। ওই নির্বাচন প্রতিহত করার আহ্বান জানিয়েছেন খালেদা।

বিএনপি চেয়ারপারসন বলেন, “সরকার যদি দেশের কল্যাণ ও উন্নতি চায়, নিজেদের জেদ ছেড়ে একতরফা নির্বাচন তাফসিল বাতিল করে। তাহলে আলোচনায় বসলে সঙ্কটের সমাধান আসতে পারে।

“আলোচনার মাধ্যমে নতুন করে নির্বাচনের ব্যবস্থার সুযোগ বর্তমান সংবিধানেই রয়েছে। সরকারকে বলব, দেশে শান্তি চাইলে সংসদ ডেকে সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।”

‘একতরফা’ নির্বাচনে এগিয়ে যাওয়া নির্বাচন কমিশনকে সরকারের ‘আজ্ঞাবহ, মেরুদণ্ডহীন, অযোগ্য, অপদার্থ’ বলে আখ্যায়িত করেন বিরোধীদলীয় নেতা।

“এমপি-মন্ত্রীসহ সরকারের চেলা-চামুণ্ডারা সম্পদের হাজার হাজার কোটি টাকার হিসাব দিয়েছে। প্রকাশিত এই হলফনামা তো সামান্য। সম্পদের লোভ সমালাতে পারছে না বলে তারা ক্ষমতা ছাড়তে চায় না।”

শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়ার নাম উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, “তিনি এক সময় আমার কাছে আসা-যাওয়া করতেন। তিনিও মন্ত্রী হয়ে এখন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন।”

বাংলাদেশ সময়: ১৪:০৬:৫৮   ৪১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ