ভোটের কাজে সেনা মোতায়েন সারা দেশে

Home Page » আজকের সকল পত্রিকা » ভোটের কাজে সেনা মোতায়েন সারা দেশে
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩



34_army_winter_211213.jpg(রাজু)বঙ্গ-নিউজ ডটকমঃ নির্বাচনী কাজে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে।বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের অনুরোধের প্রেক্ষিতে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় সারাদেশে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ৯ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়কে নিরাপদ যান চলাচল ও স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কাজ করবে।

প্রধান বিরোধী দল বিএনপির প্রতিহতের ঘোষণার মধ্যেই আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা।

তবে বিরোধীদলের বর্জনের কারণে ইতোমধ্যে ১৫৪টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। ফলে ৫ জানুয়ারি ভোট হবে বাকি ১৪৬টি আসনে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সেনা মোতায়েনের মধ্যেই নির্বাচন ঠেকাতে আগামী রোববার ঢাকামুখী অভিযাত্রা ও সমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এই কর্মসূচিতে বাধা দিলে পরিণতি ভয়াবহ হবে বলেও তিনি সরকারকে হুঁশিয়ার করেছেন।

একজন রিটার্নিং কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সশস্ত্রবাহিনীর শীতকালীন মহড়া উপলক্ষ্যে সশস্ত্রবাহিনীর সদস্যরা দেশের অধিকাংশ জেলাসদরে অবস্থান করছিল। ইসির নির্দেশে বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে তারা নির্বাচনী দায়িত্বে যুক্ত হলো।

আইএসপিআর বলছে, সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রাথমিকভাবে জেলা পর্যায়ে মোতায়েন থাকবেন। পরে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে উপজেলা/থানা ও মহানগর এলাকার ‘নোডাল পয়েন্টগুলোতে’ দায়িত্ব পালন করবে।

ইসি সচিবালয়ের উপ সচিব মিহির সারওয়ার মোর্শেদ বলেন, বৃহস্পতিবার থেকেই সশস্ত্রবাহিনী নির্বাচনী কাজে মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় সভা করে কোথায় কতো সেনা মোতায়েন থাকবে, তাদের দায়িত্ব কি হবে- সে সিদ্ধান্ত নেয়া হবে বলে বরিশালের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহিদুল আলম জানান।

নির্বাচন ঘিরে ২৬ ডিসেম্বর থেকে ১৫ দিন সশস্ত্রবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়ার পর গত ২২ ডিসেম্বর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সশস্ত্রবাহিনী বিভাগকে চিঠি দেয় নির্বাচন কমিশন সচিবালয়।

এতে বলা হয়, সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে যাবতীয় সহযোগিতা করবে সশস্ত্রবাহিনী। মোতায়েন করা সশস্ত্রবাহিনী নির্বাচনী কাজে ম্যাজিস্ট্রেটের পরিচালনায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বেসামরিক প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষায় রহায়তা করবে। সশস্ত্রবাহিনীর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

বাংলাদেশ সময়: ১৩:৫৮:২১   ৪৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ