(রাজু)বঙ্গ-নিউজ ডটকমঃবাংলাদেশে চলমান রাজনৈতিক অসন্তোষ ও বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কের জটিলতা নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে বেঁকে বসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যার ফলে আগামী বছর অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিতে চাচ্ছে পাকিস্তান। এমন খবর প্রচার হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানসহ বিশ্বের নানা মিডিয়ায়।বিবিসিতে প্রকাশিত খবরে বলা হয়েছে যে, বাংলাদেশে খেলতে আসবে কি না, সে বিষয়ে সরকারের পরামর্শ চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর মাধ্যমে স্পষ্টতাই প্রমাণিত হয়েছে যে, পরবর্তীতে সরকারের অনীহার দোহাই দিয়ে নিজেদের নাম প্রত্যাহার করে নিতে পারে পাক-ক্রিকেট কর্তারা।
পিসিবির মিডিয়া কর্মকর্তা নাদিম সারোয়ার বিবিসিকে বলেছেন, “বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে পরামর্শ চেয়ে চিঠি দিয়েছি। আইসিসির কাছ থেকেও পরিস্থিতি সম্পর্কে নোট পেয়েছি। তবে আমরা এশিয়া কাপ বা টি-২০ বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করছি, এটা বলার সময় এখনো আসেনি।”
নাদিম সারোয়ার বিবিসিকে আরো জানিয়েছেন যে, বাংলাদেশে পাকিস্তান ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বোর্ড। এ বিষয়ে তিনি বলেন, “স্বাভাবিকভাবেই নিরাপত্তার বিষয়ে পাকিস্তানের বিশেষ উদ্বেগ রয়েছে। আমাদের জন্য বিশেষ নিরাপত্তার প্রয়োজন হতে পারে। পত্র-পত্রিকায় নানা খবর বেরুচ্ছে। মূলত সে কারণেই আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ চেয়েছি।”
চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব পরিস্থিতিই বিবেচনা করবে পাকিস্তান, বিবিসি এমন কথাও বলেছেন পাকিস্তান বোর্ডের মুখপাত্র। আইসিসি ও পাকিস্তান সরকারের মতামতই শেষ পর্যন্ত প্রাধান্য দিবে পাকিস্তান বোর্ড।
মিডিয়াতে এমন খবর প্রচার হলেও পাকিস্তান বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছুই জানায়নি। এ ছাড়া বাংলাদেশের প্রস্তুতিও প্রায় শেষ। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া চেয়ারম্যান জালাল ইউনুস বিবিসিকে বলেছেন, ”আইসিসি এবং এসিসি যেভাবে আমাদের প্রস্তুতি নিতে বলেছে আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে এগিয়েছি এবং এই দুটি টুর্নামেন্ট আয়োজনের সব প্রস্তুতি মোটামুটি শেষ। আমরা প্রায় প্রস্তুত।”
নিরাপত্তা বিষয়ে বিবিসিকে জালাল ইউনুস বলেছেন, ”অবশ্যই বাংলাদেশে একটা রাজনৈতিক অসন্তোষ চলছে, যেটার ওপর সবাই নজর রাখছে। কিন্তু এখানে নিরাপত্তার কোনো সমস্যা আছে কীনা সে বিষয়ে মন্তব্য করার সময় এখনও আসে নি। কয়েকদিন আগেও আইসিসির একটি পর্যবেক্ষণ দল ঘুরে গিয়েছে এবং তারা আমাদের আয়োজন নিয়ে খুবই সন্তুষ্ট। তারা আমাদের কিছু কাজ দিয়েছে যেগুলো আমরা করছি। সব রুটিনমাফিকই হচ্ছে। কোনো সমস্যা নেই।”
এর আগে গত শুক্রবার বিজয় দিবস টোয়েন্টি-টোয়েন্টি আসর শুরুর আগের সংবাদ সম্মেলনে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে, রাজনৈতিক সহিংসতা যাতে ক্রিকেটে আঘাত না করে, এ জন্য প্রয়োজনে বিরোধী দলের সাথে বৈঠক করবেন তিনি।
উদ্ভুত পরিস্থিতিতে অনিশ্চিয়তা আরো বাড়িয়ে দিচ্ছে ভারতীয় কিছু মিডিয়া। যারা ধারবাহিকভাবে খবর প্রচার করছে যে, ক্রিকেটের জন্য ক্রমশই খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশে। নানা অনিশ্চিয়তা যেহেতু তৈরি হয়েই গেছে, তাতে মনে হচ্ছে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বড় নাটকই অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেটের জন্য।
বাংলাদেশ সময়: ১৩:৪৮:৫৮ ৪৫৯ বার পঠিত