সরকারের বাধার কারণে সমাবেশ হচ্ছে না : হেফাজত

Home Page » প্রথমপাতা » সরকারের বাধার কারণে সমাবেশ হচ্ছে না : হেফাজত
সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৩



1111_18418_18444_18464.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ সরকারের বাধার কারণে আগামীকাল ২৪ ডিসেম্বর রাজধানীর শাপলা চত্বরে পূর্বঘোষিত সমাবেশ না করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।আজ সোমবার দুপুরে রাজধানীর বারিধারা জামিয়া মাদানিয়া মাদরাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী এ ঘোষণা দেন।

তিনি বলেন, সব প্রস্তুতি সম্পন্ন হওয়া সত্ত্বেও সরকারের বাধার কারণে মঙ্গলবারের সমাবেশ করা সম্ভব হচ্ছে না। আমরা কোনো বিশ্খৃলা চাই না। আমরা শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু সরকারের বাধার কারণে তা করতে পারলাম না। সরকারের বাধার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং এর বিচারের ভার জনগণের আদালতে ছেড়ে দিলাম। সমাবেশে বাধার প্রতিবাদে হেফাজতের আমীর আল্লামা আহমদ শফী অচিরেই কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান তিনি।

নূর হোসাইন কাসেমী বলেন, ৩০ নভেম্বর যথাযথ নিয়মে ডিএমপির কাছে আবেদন করা হয়েছে। কিন্তু আমাদের সরাসরি বলা হয়েছে সমাবেশের কোনো অনুমতি দেওয়া হবে না। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও আমাদের একই খবর দিয়েছেন।

তিনি আরো বলেন, সমাবেশে যোগ দিতে আমাদের আমীর আল্লামা আহমদ শফী, মহাসচিব মাওলানা জুনাইদ বাবুনগরী আজ সকাল সাড়ে ১০টার দিক হাটহাজারী মাদরাসা থেকে রওনা দিয়েছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধার কারণে তারা আসতে পারেননি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতের ঢাকা মহানগর যুগ্ম আহবায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা জাফরুল্লাহ খান, সদস্য সচিব মাওলানা জুনাইদ আল হাবিব, যুগ্ম সদস্য সচিব মাওলানা আবুল কালাম, কারী আব্দুর খালেক, মাহফুজুল হক, তৈয়ব হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩:৩৫:৪৭   ৪১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ