চরম হুমকির সম্মুখীন, মানুষের মৌলিক অধিকার: মির্জা ফখরুল

Home Page » প্রথমপাতা » চরম হুমকির সম্মুখীন, মানুষের মৌলিক অধিকার: মির্জা ফখরুল
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩



fakhrul_islam_alamgir.jpgবঙ্গনিউজ ডটকমঃ টাঙ্গাইলে বিএনপি নেতা রফিকুল ইসলাম ফারুককে গুলি করে হত্যার প্রতিবাদে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন, ‘দীর্ঘকাল ক্ষমতায় থাকার জন্য সরকার যে সাজানো নির্বাচনের নামে নীলনকশা তৈরি করেছে তাতে মানুষের মৌলিক অধিকার চরম হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।
শুক্রবার সকালে গণমাধ্যমের কাছে এ বিবৃতিতে ফখরুল ইসলাম এমন মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘তাদের এ সাজানো নাটকে রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের জনজীবন চরম হুমকির মধ্যে রয়েছে। বর্তমান আওয়ামী সরকারের সন্ত্রাসী থাবা থেকে দেশকে রক্ষা করতে হলে এখনই কঠিন ও দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের সমস্ত শর্তকে পদদলিত করে সারাদেশে এক বিভীষিকাময় সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার। তারা মানুষ খুন এবং বিরোধী দলের যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, হত্যা, গুম, মিথ্যা মামলা দায়ের, রিমান্ডের নামে নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ, দখল ও সন্ত্রাসের রাজত্ব কায়েমে মরিয়া হয়ে উঠেছে।’
ফখরুল অভিযোগ করেন, ‘তাদের সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাতেই শুক্রবার সকাল ৭টায় টাঙ্গাইল জেলাধীন সদর উপজেলার দোন্যা ইউনিয়ন পরিষদের তিনবারের সফল চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম ফারুককে গুলি করে নির্দয়ভাবে হত্যা এবং গতকাল ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপি কার্যালয়, স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক সরদার খুররমের বাড়ি এবং ২০টি দোকান ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে।’
উল্লেখ্য, শুক্রবার সকাল ৭টার দিকে টাঙ্গাইল জেলাধীন সদর উপজেলার দোন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদর থানা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম ফারুক দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৯:৩১:৫৪   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ