টঙ্গীতে পাঁচদিনব্যাপী জোড় ইজতেমা শুরু

Home Page » জাতীয় » টঙ্গীতে পাঁচদিনব্যাপী জোড় ইজতেমা শুরু
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩



estema-1_18083.jpgবঙ্গনিউজ ডটকমঃ টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। বিশ্ব ইজতেমার শুরুতে এ জোড় ইজতেমা শুরু হচ্ছে শুক্রবার জুম্মার নামাজের পর। জোড় ইজতেমায় অংশ নিতে ইতোমধ্যে দেশ-বিদেশের লাখো মুসুল্লি জড়ো হয়েছেন তুরাগ তীরে।জানা গেছে, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গাজীপুর ও টঙ্গীর বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও সাধারণ মুসল্লিরা চট দিয়ে প্যান্ডেল নির্মাণ করেছেন। ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন। পাঁচদিনের এই জোড় নেওয়ালী জামাতে পাঁচ হাজার মুরব্বীর মাধ্যমে কয়েক লাখ মুসল্লি অংশ নিবেন বলে আয়োজকরা আশা করছেন। তিন চিল্লা এবং হাল্কা ওয়ারি অনুষ্ঠানে জুম্মার দিন বয়ান এবং মোনাজাত করবেন দিল্লির মাওলানা জুবায়ের হাসান, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা ওয়াসিব হুসাইন। গত বছরের ন্যায় এবারও দু’পর্বে শুরু হবে বিশ্ব ইজতেমা। আর এ বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে জামাতভুক্ত পুরাতন সাথীদের নিয়ে এবার বার্ষিক জোড় ইজতেমা শুরু হয়েছে। টানা পাঁচদিন জোড় ইজতেমা শেষেই বিশ্ব ইজতেমার প্যান্ডেলসহ যাবতীয় কাজ শুরু করা হবে।

এদিকে, এবারো জোড় ইজতেমায় নেয়া হয়েছে র‌্যাব-পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

টঙ্গী মডেল থানার ওসি ইসমাইল হোসেন জানান, জোড় ইজতেমা উপলক্ষে পুলিশ প্রশাসন থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইজতেমা মাঠের প্রতিটি প্রবেশ পথে মেটাল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশীর ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া সাদা পোশাকের পুলিশের পাশাপাশি র‌্যাবের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, আগামী বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে দুই পর্বে ছয়দিনব্যাপী বিশ্ব ইজতেমা। প্রথম পর্বের তিনদিনের ইজতেমা শুরু হবে ২৪ থেকে ২৬ জানুয়ারি। আর ৩১ জানুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হবে যা ফেব্রুয়ারির ২ তারিখ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে।

বাংলাদেশ সময়: ১৫:০৯:১৫   ৪৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ