কে৫ রোবট: আজকের ব্যাটম্যান

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » কে৫ রোবট: আজকের ব্যাটম্যান
বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৩



the-k5-robot-a-roomba-for-c.jpgবঙ্গ-নিউজ ডটকম:প্রেস রিলিজে সিকিউরিটি রোবট কে৫- কে আরটু-ডিটু রোবোকপ হিসেবেই প্রকাশ করা হয়েছিল। কিন্তু রোবট নির্মাতা প্রতিষ্ঠান নাইটস্কোপের প্রতিষ্ঠাতা এবং বর্তমান সিও উইলিয়াম লি একে ‘আরটু-ডিটু ব্যাটম্যান’ ডাকতেই বেশি পছন্দ করে|
যদিও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলের এক সাংবাদিক রোবটটি পর্যবেক্ষণের পর নিজস্ব প্রতিবেদনে লিকে পুরোপুরি সমর্থন করেননি। উল্টো চাকতির মতো রোবটিক ভ্যাকুয়াম রুম্বা হিসেবে নামকরণ করেছেন এটিকে।প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, বুলেটের মতো দেখতে ৫ ফুট লম্বা রোবটটির সঙ্গে আদৌ ব্যাটম্যানের কোনো মিল নেই। উল্টো ভুল করে একে বাচ্চাদের খেলনা পিস্তলের সঙ্গে তুলনা করা যেতে পারে বলে স্বীকার করেছেন লিও।

গোলাগুলির সময় কে৫ দৌড়াতে থাকা মানুষজনের সঙ্গে হঠাৎ মাটিতে পরে যাওয়া কিছু মানুষের ছবিও তুলতে সক্ষম। এছাড়া বৈদ্যুতিক কান সংযুক্তির মাধ্যমে এটি শব্দের উৎসস্থলও খুঁজে বের করতে পারবে। পরে এসব ছবি এবং শব্দের মাধ্যমে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে এর কারণ এবং দোষীকেও খুজে বের করতে পারবে এটি।

রোবটটির আরও কার্যকারিতার মধ্যে সোশাল মিডিয়া ফিডের উপর নজরদারি এবং পার্কিংরত গাড়ির নাম্বার প্লেটও পড়তে পারবে এটি। এছাড়া চালককে শুভেচ্ছা জানানো থেকে অন্ধকার গলিপথে শব্দ করে অবস্থান জানান দিতে সক্ষম করে প্রোগ্রাম করা হয়েছে এটিকে।

সমস্যা হল, বাচ্চারা সহজেই একে খেলনার জিনিস ভেবে নষ্ট করে ফেলতে পারে।

লি বলেছেন, “আমরা এর উপর ক্যামেরা বসিয়েছি, এছাড়াও সাইরেনও রয়েছে এতে। কেউ কাছে চলে আসলে এটি কান ফাটিয়ে শব্দ করে উঠবে।”

রোবটটির ব্যবহার ৫০ ভাগ পর্যন্ত অপরাধের পরিমাণ কমিয়ে আনবে বলে আশাবাদী লি এবং প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা স্টেসি ডিন স্টিফেন্স। স্টিফেন্স একজন অবসরপ্রাপ্ত পুলিস অফিসার।

দাম স¤পর্কে নির্দিষ্ট করে জানা না গেলেও এটি সচরাচর সিকিউরিটি ডিভাইসের চাইতে সস্তা হবে বলে জানিয়েছে কো¤পানিটি। ২০১৫ সালের মধ্যে কে৫ বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:৫০:২৮   ৪৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ