রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন ম্যান্ডেলা

Home Page » এক্সক্লুসিভ » রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন ম্যান্ডেলা
রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩



nelson-mandela2.jpgবঙ্গ-নিউজ ডটকম : দশ দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের পর অবশেষে রোববার অন্তিম শয়ানে শায়িত হলেন বর্ণবাদ বিরোধী কিংবদন্তী নেলসন ম্যান্ডেলা।

ইস্টার্ন কেপের প্রত্যন্ত শৈশবের কুনু গ্রামের সবুজ পাহাড়ী এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

কোসা ভাষায় প্রার্থনা সঙ্গীত ‘পূর্ণ কর প্রতিজ্ঞা তব’- গাওয়ার মধ্যদিয়ে সৎকার অনুষ্ঠানের সূচনা হয়।

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিতকরণের কর্মসূচির অংশ হিসেবে একুশবার তোপধ্বনি করা হয়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় একদল গার্ড ম্যান্ডেলার কফিনের পাশে দাঁড়িয়ে তাঁর প্রতি সম্মান প্রদর্শন করে।

সমাহিতকরণ অনুষ্ঠানের জন্য বিশেষভাবে তৈরি একটি তাঁবুর নিচে সাড়ে চার হাজার মতো আমন্ত্রিত অতিথি যোগ দেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার দুই পাশে ছিলেন ম্যান্ডেলার বিধবা স্ত্রী গ্রাসা মাশেল ও সাবেক স্ত্রী উইনি সাদিকিজেলা ম্যান্ডেলা।

ম্যান্ডেলার জাতীয় পতাকা মোড়া কফিন রাখা হয় গরুর চামড়ার ওপর। আর চার পাশে প্রজ্জ্বলন করা হয় ম্যান্ডেলার বর্ণাঢ্য জীবনের ৯৫ বছরের প্রতীক হিসেবে ৯৫টি মোমবাতি।

এএনসি’র ডেপুটি প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, ‘এখানে যিনি শুয়ে আছেন, তিনি দক্ষিণ আফ্রিকার শ্রেষ্ঠতম সন্তান।’

মার্কিন যুক্তরাষ্ট্রের টকশো’ কুইন অপরাহ উইনফ্রে, ব্রিটেনের প্রিন্স চার্লসহ বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সেলিব্রেটিরা এ শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন।

এই অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যদিয়ে বিশ্বজুড়ে মুক্তি ও আশার প্রতীক হয়ে ওঠা এক মহান রাষ্ট্রনায়কের অন্তিম পর্বের অবসান হলো।

চূড়ান্তটি অনুষ্ঠানটি দুই ঘন্টা স্থায়ী হয় এবং সারাবিশ্বে এটি সম্প্রচারিত হয়।

সমাহিত করার পর্বটি একান্ত পারিবারিক পরিমন্ডলে সম্পন্ন করা হয়। সাধারণ মানুষের এতে প্রবেশাধিকার দেয়া হয়নি।

সমাহিত করার পর্ব পরিচালনা করেন ম্যান্ডেলার কোমা গোত্রের পুরুষ সদস্যরা। গোত্রের রীতি অনুযায়ী শেষ পর্বে একট ষাঁড় জবাই করা হয়।

গোত্রীয় আচারাদিতে ম্যান্ডেলাকে ‘দালিভুঙ্গা’ হিসেবে উল্লেখ করা হয়। ১৬ বছর বয়সে যৌবনে পদার্পণ উপলক্ষে তার এ নামকরণ করা হয়েছিলো।

শোক পালনকারীরা ঐতিহ্যবাহী খোসা পোশাক পরিধান করেন। তাদের মাথায় ছিলো নীল ও সাদা রংয়ের পুতিযুক্ত শিরস্ত্রান। গলায় ছিলো নেকলেস।

বাংলাদেশ সময়: ২০:২৮:৪৭   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ