রাব্বী, বঙ্গনিউজ ডটকমঃ
২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ
১) MCQ পদ্ধতিতে পরীক্ষা হবে। ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর কাটা যাবে।
২) ৬০টি প্রশ্ন থাকবে। ৬০ নম্বরের জন্য ৪৫ মিনিট সময় থাকবে। ৪টি করে অপশন থাকবে।
৩) বাংলা-০৮, English-07, বিষয়ভিত্তিক-৪৫ নম্বর। পাশ নম্বর ৩৫%।
৪) OMR শিট এর নিচে বাংলা ও English এ একটি বাক্য নিজ হাতে লিখতে হবে।
৫) E UNIT এর পরীক্ষা বাংলা ৮ বাদে বাকি সব English এ হবে।
৬) SSC এর GPA কে ৩ দ্বারা এবং HSC এর GPA কে ৫ দ্বারা গুণ করতে হবে।
৭) E UNIT (বিজনেস স্টাডিজ অনুষদ) এর ৪টি ডিপার্টমেন্ট
ক)ফাইনান্স এন্ড ব্যাংকিং (E1)
খ) মার্কেটিং (E2)
গ) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম (E3)
ঘ) ম্যানেজমেন্ট স্টাডিজ (E4)
৮) সিটসংখ্যাঃ মোট ২৬৮টি। প্রতি ডিপার্টমেন্টে ৬৭ টি করে সিট।
৯) Question pattern:
বাংলা ৮ নম্বর আসবে ব্যাকরণ থেকে। Topics গুলো হল……………………
১) সমার্থক শব্দ ২) প্রতিশব্দ ৩) বিপরীত শব্দ ৪) অনুসর্গ
৫) উপসর্গ ৬)সন্ধি ৭) বাগধারা ৮) বাক্য সংক্ষেপ
৯) ণত্ব ষত্ব বিধান ১০) সমাস ১১) কারক ও বিভক্তি
English 7 marks: Topics are:
1)Similar 2) Opposite 3) Translation (English to bangla) & (Bangla to English)
4)Analogy 5)Right form of verb 6) Find the correct sentence 7) passage
8)voice change 9) degree change 10) Narration 11) Sentence change
বিষয়ভিত্তিক ৪৫ নম্বর:
ফাইনান্স এন্ড ব্যাংকিং, মার্কেটিং, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম, ম্যানেজমেন্ট স্টাডিজ
এসব সাবজেক্টের প্রশ্নগুলো SSC এর ব্যবসায় পরিচিতি ও উদ্যোগ, হিসাব বিজ্ঞান বই HSC এর একাউন্টিং ২ টি বই বাবসায় নীতি ও প্রয়োগ এর ব্যবস্থাপনা ,অর্থায়ন, ব্যাংকিং বীমা এইসব part থেকে হবে। আর কিছু mathematics আসবে। যা ক্লাস ৮ & ১০ এর বই ইংলিশ version, Business Math, Joykoli math, Saifurs Math, Analitycal math Practise এসব থেকে অনুশীলন করতে পারেন। সংশপ্তক থেকে mathematics related sheet গুলো করতে পারেন।
১০) Science, Arts, Commerce সবার ভর্তি পরীক্ষার system একই রকম।
১১) নিজের প্রতি Confidence থাকতে হবে।
E-UNIT (ঙ ইউনিট) ব্যাবসায় শিক্ষা অনুষদের অধীনে ৪টি বিভাগে মোট ২৬৮ আসনের মধ্যে ১৮০ ছাত্র ও ৮৮ ছাত্রী আসন রয়েছে।
1) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ৬৭ আসনের মধ্যে ৪৫ ছাত্র ও ২২ ছাত্রী। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৩৪৫ জন শিক্ষার্থী।
2) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ৬৭ আসনের মধ্যে ৪৫ ছাত্র ও ২২ ছাত্রী। প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ২৩৪ জন শিক্ষার্থী।
3) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে ৬৭ আসনের মধ্যে ৪৫ ছাত্র ও ২২ ছাত্রী। প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১৯৫ জন শিক্ষার্থী।
4) মার্কেটিং বিভাগে ৬৭ আসনের মধ্যে ৪৫ ছাত্র ও ২২ ছাত্রী। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ১৯৪ জন শিক্ষার্থী।
বিঃদ্রঃ উপরের সমস্ত Advise ব্যাক্তিগত অভিজ্ঞতা ও ধারনা থেকে প্রদান করা হলো। এর সাথে জাবি ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট কেউ জড়িত নেই।
সমস্ত ভর্তি পরীক্ষার্থীদের সাফল্য কামনায়ঃ
মোঃ দিদার হোসেন রাব্বী
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, ৪১ তম ব্যাচ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ সময়: ১৩:৫৮:৪১ ৭৪১ বার পঠিত