বান কি মুনের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক

Home Page » অর্থ ও বানিজ্য » বান কি মুনের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক
বুধবার, ১৭ এপ্রিল ২০১৩



ban.jpgতানিয়া সুলতানা বঙ্গ-নিউজ ডটকম: জাতিসংঘ মহাসচিব বান কি বুনকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ করার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বান কি মুনের সঙ্গে তার দপ্তরে এক বিশেষ বৈঠকে মিলিত হন। বান কি মুনকে আরো অর্থমন্ত্রী বলেন, “বর্তমান সরকারের অধীনে সিটি করপোরেশন, সংসদ, পৌরসভা, উপঘ সময় আন্দোলন করেছেন। তাই গণতন্ত্রের চূড়ান্ত নিশানা জনমতের সঠিক প্রতিফলন ঘটাতে নির্বাচন কমিশনকে নিরঙ্কুশ স্বাধীনতা দিয়ে আগামীতে অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে শেখ হাসিনার অঙ্গীকার সরকারের প্রত্যেকটি পদক্ষেপেই প্রতিফলন ঘটেছে।” সাক্ষাৎকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রতিনিধি ড. এ.কে আব্দুল মোমেন। দু’জনের মধ্যে আলোচনাকালে জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সৈনিকদের সার্বিক কর্মতৎপরতার প্রশংসা করেন বান কি মুন।

অর্থমন্ত্রী জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বিশেষ সাফল্য ও অভিজ্ঞতার কথা তুলে ধরে এই অভিজ্ঞতা জাতিসংঘের ভবিষ্যৎ কার্যক্রমে লাগানোর জন্য এই বিশ্ব সংস্থার সদর দপ্তরে বাংলাদেশের অভিজ্ঞ, দক্ষ কর্মীদের নিয়োগ দেওয়ার আহ্বান জানান। অর্থমন্ত্রী মুহিত জাতিসংঘের পরবর্তী লক্ষ্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নির্ধারণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর মূল ইস্যু অবকাঠামো উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, জলবায়ুর ঝুঁকি মোকাবেলা, মানুষের মধ্যে বৈষম্য হ্রাস, সমাজের অবহেলিত শ্রেণীর আত্মবিকাশ উন্নয়ন ব্যবস্থাপনা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ.কে আব্দুল মোমেনের বাংলাদেশকে তুলে ধরতে অক্লান্ত প্রচেষ্টার কথা উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১০:৪০:২২   ৬৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ