জামায়াত-শিবিরের তাণ্ডব চলছে দেশজুরে

Home Page » প্রথমপাতা » জামায়াত-শিবিরের তাণ্ডব চলছে দেশজুরে
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৩



x1020131211032144pagespeedicrmepne2btp.jpgবঙ্গ-নিউজ ডটকম: জামায়াত নেতা কাদের মোল্লার রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার প্রতিবাদে রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চালিয়েছে জামায়াত শিবির কর্মীরা। চট্টগ্রামে সংঘর্ষে পুলিশের সহকারী কমিশনারসহ ১০ জন আহত হয়েছেন। সিলেটে তিনটি ব্যাংকে ভাংচুর ও পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটায় পিকেটাররা।
রাজশাহী: কাদের মোল্লার ফাঁসির রিভিউ আবেদন খারিজের কথা প্রচারিত হওয়ার পরপরই রাজশাহীর রাজারহাতা ও দেবী সিং এলাকায় ছাত্রদল ও শিবির কর্মীরা রাস্তায় নেমে এসে ব্যাপক ভাংচুর শুরু করে। এসময় পুলিশ বাধা দিতে গেলে দু’পক্ষে সংঘর্ষ বেধে যায়। একই সময় কাজলা ও সোনাদীঘি মোড়ে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে সেখানেও দু’পক্ষের সংঘর্ষ হয়। শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে পুলিশও পাল্টা রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় রাজশাহী কলেজের সামনে থাকা পুলিশের গাড়ি ভাংচুর করে শিবির কর্মীরা।
চট্টগ্রাম: চট্টগ্রামে রিভিউ আবেদন খারিজের পরপরই নগরীর আন্দারকিল্লা এলাকায় মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত শিবিরকর্মীরা। এ সময় তারা একটি অ্যাম্বুলেন্সসহ ৩টি গাড়ি ভাংচুর করে ও আগুন দেয়। পুলিশ ধাওয়া দিলে সেখানে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশের কমিশনারসহ আহত হন ১০ জন।
নাটোর: নাটোরে শহরের হাশিমপুর এলাকায় সড়ক অবরোধসহ ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত শিবির কর্মীরা। এ সময় শহরের বাইপাস মোড়সহ প্রধান প্রধান সড়কের পাশের স্থাপনায় ভাংচুর চালায় তারা। পরে পুলিশের ধাওয়ার মুখে পালিয়ে যায় শিবির কর্মীরা।
সিলেট: সিলেটে বেলা ১২টার দিকে জামায়াত কর্মীরা মোটরসাইকেলে করে বিভিন্ন স্থানে ভাংচুর চালায়। একই সময় রায়নগর এলাকায় বেসিক ব্যাংক, রুপালী ব্যাংক ও ঢাকা ব্যাংকের বিভিন্ন শাখায় ভাংচুর ও পেট্রোল বোমা ছোঁড়ে তারা। এতে বেসিক ব্যাংকে আগুন ধরে গেলে অনেক প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।
কুমিল্লা: কুমিল্লায় দুপুরে নগরীর লাকসাম রোডের সালাউদ্দিন মোড় থেকে বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত শিবির নেতাকর্মীরা। এ সময় তারা জনতা ব্যাংকের একটি বুথে ভাংচুর চালায়।
এছাড়া বরিশাল, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত শিবিরকর্মীদের ব্যাপক ভাংচুর ও পুলিশের সাথে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১০:০৮:২৬   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ