রাত ১২:০১টায় ফাঁসি, শেষ সাক্ষাতে কাদের মোল্লার পরিবার

Home Page » সারাদেশ » রাত ১২:০১টায় ফাঁসি, শেষ সাক্ষাতে কাদের মোল্লার পরিবার
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩



index_16598.jpgবঙ্গ-নিউজ ডটকম:মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি আজ রাত ১২টা ১ মিনিটে কার্যকর করা হচ্ছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এ তথ্য নিশ্চিত করেছেন।কাদের মোল্লার সঙ্গে দেখা করতে এরই মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে তার পরিবারের ২৩ সদস্য।এরমধ্যে কাদের মোল্লার স্ত্রী সন্তান ছাড়াও ফুফা সান্জিন আহসান, মামা লুৎফর রহমান, রফিকুল ইসলাম, মুহিব্বাল্লাহ সেলিম, আনাতুল্লাহ নাজনিন রয়েছেন। ঢাকা মেট্টো ঘ-০২২৯২১ এবং ঢাকা মেট্টো চ-৫১৪৬৮০ এই দুইটি প্রাইভেট কারযোগে তারা কেন্দ্রীয় কারাগারের ভেতরে ঢুকেছে। সোমবার সন্ধ্যায় কারাকর্তৃপক্ষ এক চিঠির মাধ্যমে তাদের দেখা করার জন্য সময় দিয়েছে। বঙ্গ-নিউজকে তার ছেলে হাসান জামিল বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসান জামিল বলেন, কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী স্বাক্ষরিত চিঠিতে ঢাকায় অবস্থানরত তাদের পরিবারবর্গকে রাত ৮টার মধ্যে কারাগারে দেখা করার জন্য যেতে বলেছেন।

সাক্ষাতের জন্য কাদের মোল্লার স্ত্রী সানোয়ারা জাহান, মেয়ে আমাতউল্লাহ পারভীনসহ ছেলে-মেয়ে এবং তার চাচা, মামা এবং ভাইয়েরা কারাগারে যাচ্ছেন বলেও তিনি জানান।

এর আগে স্বারাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফাঁসি সংক্রান্ত সরকারের একটি সম্মতিপত্র বিকালে কারাকর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়েছে। তারপরই কারাকর্তৃপক্ষ পরিবারকে দেখা করার জন্য যেতে বলেন।

এদিকে কাদের মোল্লার ফাঁসি কার্যকরের জন্য কারাকর্তৃপক্ষ সবধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। ফাঁসির রায় কার্যকরের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার (যেমন- বিদ্যুৎ সংযোগ, সামিয়ানা, মঞ্চ তৈরি) সবই হয়েছে বলে জানা গেছে।

সোমবার সন্ধ্যা ৫টার দিকে পিডব্লিউডির পাঁচজন কর্মী বিদ্যুৎ সংযোগের কাজের জন্য কারা অভ্যন্তরে ঢোকেন। এ সময় তাদের সঙ্গে উঁচু মই ছিল। কাজ শেষ করে তারা রাত ৮টা ৩৪ মিনিটের দিকে বের হয়ে আসেন। তাদের কাজের তদারকির জন্য একজন ডেপুটি জেলার এ সময় উপস্থিত ছিলেন বলেও জানা গেছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই মধ্যে কারা ফটকের সামনে অবস্থান নিয়েছে পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দ সংস্থার সদস্যরা।

উল্লেখ্য, ট্রাইব্যুনালে ইতোমধ্যে নয়টি রায় হয়েছে যাতে ৭ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। কাদের মোল্লার রায় কার্যকর করা হলে এটাই হবে ট্রাব্যুনালের রায়ের প্রথম ফাঁসি।

বাংলাদেশ সময়: ২০:২৬:৫৭   ৪২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ