মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩

শুধু পানি নয়, প্রাণের অস্তিত্বও ছিল মঙ্গলে

Home Page » প্রথমপাতা » শুধু পানি নয়, প্রাণের অস্তিত্বও ছিল মঙ্গলে
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩



3932c730f9acbac3c45410f32d411bd4.jpgবঙ্গ-নিউজ ডটকম:- খোকন: মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব প্রমাণে আরো এক ধাপ এগিয়ে গেলেন বিজ্ঞানীরা। মঙ্গলের বুকে চলে বেড়ানো নাসা’র গবেষণা রোবট ‘কিউরিওসিটি’ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ধারণা করছেন, লাল গ্রহটিতে এক সময় পানি শুধু নয় প্রাণেরও অস্তিত্ব ছিল। গবেষণায় বিজ্ঞানীরা এমন কিছু নমুনা পেয়েছেন যা থেকে ধারণা হয়, সেখানে একসময় বিশুদ্ধ পানির লেক ছিল। লেকটি দৈর্ঘ্যে ৫০ কিলোমিটার আর প্রস্থে ৫ কিলোমিটার। এ থেকে বিজ্ঞানীরা ধারণা করেন মঙ্গলে প্রাণের অস্তিত্বও ছিল। পাললিক গবেষণায় লেকটি কমপক্ষে ১০ হাজার বছরের প্রাচীন বলে ধারণা করছেন গবেষকরা। তাদের মতে এই তথ্য-প্রমাণে মনে হয় মঙ্গলে পানির পরিমাণ বিজ্ঞানীদের এতদিনকার ধারণার চেয়ে বেশি। ২০১২ সালের আগষ্টে মঙ্গলের বুকে অবতরণ করে ‘কিউরিওসিটি’।

বাংলাদেশ সময়: ১৯:১৮:০০   ৪৮০ বার পঠিত