বিশ্ব নেতৃবৃন্দসহ লাখো মানুষ ম্যান্ডেলার শেষকৃত্যানুষ্ঠানে

Home Page » এক্সক্লুসিভ » বিশ্ব নেতৃবৃন্দসহ লাখো মানুষ ম্যান্ডেলার শেষকৃত্যানুষ্ঠানে
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩



mandela-sm20130630063145.jpgবঙ্গ-নিউজ ডটকম:- খোকন: দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য জোহানেসবার্গের স্টেডিয়ামে হাজির হচ্ছেন বিশ্বনেতৃবৃন্দসহ লাখো মানুষ। ম্যান্ডেলার মৃত্যুর পঞ্চম দিনেও বিশ্বের বিভিন্ন স্থানে নানা আয়োজন ও রীতি পালন করে শ্রদ্ধা জানানো হচ্ছে এই বিশ্বনেতাকে।
বৃষ্টি উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা এভাবেই মানুষগুলো অপেক্ষা করছিল জোহানেসবার্গের এফএনবি স্টেডিয়ামের সামনে। বেদনায় ভারাক্রান্ত মন নিয়ে তারা এসেছেন দক্ষিণ আফ্রিকার জাতির জনক নেলসন ম্যান্ডেলাকে পরম শ্রদ্ধায় স্মরণ করতে। এদের অনেকেই সোমবার রাত থেকেই এখানে আসতে শুরু করেন। এ স্টেডিয়ামে আগত এক আফ্রিকান বলেন, ‘আমরা এখানে এসেছি একটি মহৎ উদ্দেশ্যে। এক বীরের জীবনকে উদযাপন করতে। আমরা আজ তাদেরকে শ্রদ্ধা জানাতে এসেছি, যারা নিজ দেশে বর্ণবাদ ঘোচাতে প্রাণ দিয়ে গেছেন।’
শুধু দক্ষিণ আফ্রিকা নয়, বিশ্বের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের পাশাপাশি ম্যান্ডেলাকে শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্বনেতারা। সোমবার ফ্রান্সের স্ট্র্যাসবার্গে ইউরোপীয় পার্লামেন্টে এক মিনিট নীরবতা পালন করা হয় ম্যান্ডেলার সম্মানে। এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে অবস্থিত দক্ষিণ আফ্রিকার দূতাবাসে শোক বইতে স্বাক্ষর করেন। ম্যান্ডেলাকে মহাত্মা গান্ধীর সাথে তুলনা করে শ্রদ্ধা জানান তিনি। ওয়াশিংটনে দক্ষিণ আফ্রিকা দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
নেলসন ম্যান্ডেলার মেয়ে জিন্দজি তার বাবার জন্য প্রার্থনা করা ও ভালোবাসা দেখানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান। জিন্দজি ম্যান্ডেলা বলেন, ‘তাদেরকে ধন্যবাদ জানানোটা খুব সামান্য হবে যারা আমাদের এই কঠিন সময়ে তাদের ভালোবাসা, সমর্থন ও প্রার্থনা করে আমাদের পাশে রয়েছেন। ছোট ছোট ছেলে মেয়েরা বৃষ্টি উপেক্ষা করে এখানে এসেছে। তাদের জন্য যদি কিছু করতে পারি সেটি হবে আমাদের পরম পাওয়া।’

বাংলাদেশ সময়: ১৮:৫৯:৩৯   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ