নিজেই নিজের ছবির পোস্টার আঁকলেন, সালমান

Home Page » বিনোদন » নিজেই নিজের ছবির পোস্টার আঁকলেন, সালমান
সোমবার, ৯ ডিসেম্বর ২০১৩



52a41d4c8fde2-salman-2.jpgবঙ্গ-নিউজ ডটকম: খোকন: ‘দাবাং’ তারকা সালমান খান আঁকিয়ে হিসেবে বলিউডে সুপরিচিত। সম্প্রতি প্রথমবারের মতো নিজের অভিনীত ‘জয় হো’ ছবির পোস্টার এঁকেছেন বলিউডের প্রভাবশালী এ তারকা অভিনেতা।
‘জয় হো’ ছবিটির প্রযোজক ও পরিচালক সালমানের ভাই সোহেল খান। দীর্ঘ সময় পর এক ছবিতে কাজ করছেন দুই ভাই। ছবিটির প্রথম পোস্টারে বিশেষত্ব আনার চেষ্টা ছিল তাঁদের দুজনেরই। পরিকল্পনা অনুযায়ী ‘জয় হো’ ছবির পোস্টার আঁকার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন সালমান।
ছবির ট্যাগ লাইন ‘পিপল’স ম্যান’-এর সঙ্গে মিল রেখে ছবির পোস্টার আঁকেন সালমান। পোস্টারে ক্ষুদ্রাকৃতির অসংখ্য মানুষের অবয়ব মিলিয়ে নিজের মুখের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন তিনি। পোস্টারে ব্যবহূত ‘জয় হো’ লেখাটিও নিজ হাতে লিখেছেন সালমান। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
পোস্টার মুক্তির ক্ষেত্রেও অভিনব এক পথ বেছে নেওয়া হয়। প্রথা অনুযায়ী জমকালো পোস্টার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন না করে ‘জয় হো’ ছবির পোস্টার মুক্তি দেওয়া হয়েছে অনলাইনে। সালমানের টুইটার অনুসারীর সংখ্যা ৫০ লাখ, আর ফেসবুক অনুসারীর সংখ্যা এক কোটি ১০ লাখ। গত বৃহস্পতিবার এক টুইটার বার্তায় সালমান লেখেন, ‘কাল ভারতের স্থানীয় সময় সকাল ১০টায় একটি লিংক পাওয়া যাবে। ক্লিক কর আর আমার সঙ্গে “জয় হো” ছবির প্রথম পোস্টার বানাও।’
শুক্রবার সকাল ১০টায় সালমান একটি লিংক পোস্ট করেন। প্রচুর মানুষ ওই লিংকে ক্লিক করে ‘জয় হো’ ছবির পোস্টার দেখার সুযোগ পান। ১৫ মিনিটের মধ্যে এত বেশি মানুষ ওই লিংকে ঢোকেন যে সার্ভার বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়।
এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় সালমান লেখেন, ‘এমন অভূতপূর্ব সাড়া দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। মনে হচ্ছে, সার্ভার বিকল হয়ে গেছে। তবে শিগগির ঠিক হয়ে যাবে।’
২০০৬ সালে মুক্তি পাওয়া চিরঞ্জীবি অভিনীত সাড়া জাগানো তেলেগু ছবি ‘স্ট্যালিন’-এর রিমেক ‘জয় হো’। প্রথমে ছবিটির শিরোনাম নির্ধারণ করা হয়েছিল ‘মেন্টাল’। পরে নাম পাল্টে রাখা হয় ‘জয় হো’। ছবির কেন্দ্রীয় চরিত্র মেজর জয় অগ্নিহোত্রীর নামের সঙ্গে মিলিয়ে ছবির নতুন এ শিরোনাম ঠিক করা হয়। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সালমান। অন্যান্য চরিত্রে রয়েছেন ডেইজি শাহ, সানা খান, টাবু প্রমুখ।
‘জয় হো’ ছবির শুটিং করা হয়েছে মুম্বাই, দুবাই ও রোমানিয়ায়। ২০ ডিসেম্বর ছবিটির ট্রেইলর মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন সালমান। প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে ২০১৪ সালের ২৪ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ২১:৫১:৫৬   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ