এখনো গালি খেতে হয় দুই নারী বলে: প্রধানমন্ত্রী

Home Page » প্রথমপাতা » এখনো গালি খেতে হয় দুই নারী বলে: প্রধানমন্ত্রী
সোমবার, ৯ ডিসেম্বর ২০১৩



52a5a2a016f84-pm.jpgবঙ্গ-নিউজ ডটকম: বিরোধীদলীয় নেতা আলোচনায় এলে, সহিংসতা বন্ধ হলে দুই নারী বা মহিলা হিসেবে গালি খেতে হতো না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আজ সোমবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিরোধীদলীয় নেতার উদ্দেশে আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ‘খামোখা মানুষ খুন করে, মানুষ পুড়িয়ে সারা দেশে সহিংসতা চালাচ্ছেন। বেগম রোকেয়ার জন্মদিনে হরতাল দেওয়া হচ্ছে। যদি বাসে আগুন দেওয়া বন্ধ হতো, সহিংসতা না হতো, বিরোধীদলীয় নেত্রী আলোচনায় আসতেন, তাহলে ওই দুই নারী বা মহিলা হিসেবে গালি খেতে হতো না।’ তিনি বলেন, ‘আমি বহুবার তাঁর সঙ্গে আলোচনার চেষ্টা করেছি। কিন্তু ফোন করার পর যে শ্রুতিমধুর কথা শুনেছি, এমন কথা জীবনেও শুনিনি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনসংখ্যার অর্ধেক নারীর অগ্রগতি ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। নারীর অধিকার প্রতিষ্ঠাই পারে সমাজের গুণগত পরিবর্তন আনতে। এ সময় নারীর উন্নয়নে তাঁর সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
যারা স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী, বিশেষ করে মা-বোনের ওপর পাশবিক অত্যাচার করেছে, গণহত্যা চালিয়েছে এবং অগ্নিসংযোগ করেছে এবং যারা তাদের বাঁচাতে চায়, তারা আদৌ এ দেশের স্বাধীনতা, নারীর মর্যাদা ও স্বাধীনতায় বিশ্বাস করে কি না, এ নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। বেগম রোকেয়ার আদর্শ নিয়ে নারী সমাজকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে সবার বিশেষ করে নারী সমাজের সহায়তা কামনা করেন।সমাজের সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় ঝর্না ধারা চৌধুরী ও হামিদা বানুর হাতে বিশেষ পদক ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদের মহিলা এবং শিশুবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ফজিলাতুন্নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হামিদা বানু এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তরিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১:১৫:৫৬   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ