সিরিজ খোয়ালো ভারত

Home Page » ক্রিকেট » সিরিজ খোয়ালো ভারত
সোমবার, ৯ ডিসেম্বর ২০১৩



south.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ দেশের বাইরে ভালো খেলতে না পারার দুর্নাম বজায় রাখলো ভারত! দক্ষিণ আফ্রিকার সাথে টানা দ্বিতীয় ম্যাচে হেরে গেছে ধোনির দল। রোববার ডারবানে সিরিজের দ্বিতীয় ম্যাচে কোহলিদের ১৩৪ রানের ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা। এ হারের ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়াতে হলো বিশ্ব চ্যাম্পিয়নদের।সিরিজ প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক ধোনি। পরিণতিও হয়েছে প্রথম ম্যাচের মতোই!

প্রথমে ব্যাটিংয়ে নেমে এদিনও ভারতীয় বোলারদের ঘাম ঝরিয়ে ছেড়েছেন প্রোটিয়া ওপেনিং জুটি। ১৯৪ রানের সে জুটিতে বড় অবদান কুইনটন ডি ককের। গত ম্যাচে সেঞ্চুরি করা এ তরুণ এ ম্যাচেও খেলেছেন ১০৬ রানের দুরন্ত ইনিংস। সেঞ্চুরি করেছেন তার ওপেনিং সঙ্গী হাশিম আমলাও।

বৃষ্টির কারণে এক ওভার কেটে দেওয়া ম্যাচের পুরো ৪৯ ওভার খেলে প্রোটিয়াদের সংগ্রহ দাঁড়ায় ২৮০ রান।

ভারতের হয়ে সেরা বোলিং ছিলো মোহাম্মদ সামির। তিনটি উইকেট নিয়েছিন তিনি। আট ওভার দিয়েছেন মোট ৪৮ রান। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে কম ৪.৯০ গড়ে রান দিয়েছেন জাদেজা। দশ ওভারে তার খরচ ৪৯ রান।

২৮০ রান ভারতীয় ব্যাটিং লাইনের জন্য তেমন কঠিন টার্গট নয়। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার সাথে দুই দুইটি ম্যাচে তারা তিনশ’র বেশি রান চেজ করে জিতেছিলো। কিন্তু দক্ষিণ আফ্রিকার দ্রুতগতির পিচে বিকল প্রমাণিত হয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা। ডেল স্টেইনদের সামনে অসহায় আত্মসমর্পণই করতে হয়েছে ধোনিদের।

২৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৯৫ রানের মধ্যেই পড়ে গেছে তাদের ছয় উইকেট। ওপেনার রোহিত শর্মা ১৯ রান করলেও, কোনো রানই পাননি শেখর ধাওয়ান ও বিরাট কোহলি। মাত্র আট রান করে তাদের সাথে শামিল হয়েছেন অজিঙ্কে রেহানেও। সুরেশ রায়না (৩৬) ও ধোনি (১৯) একটু চেষ্টা করেছেন বটে, তবে ম্যাচ ও সিরিজ বাঁচানোর জন্য তা যথেষ্ট ছিলো না।

শেষ পর্যন্ত ভারতীয় ইনিংসের দম শেষ হয়ে গেছে প্রোটিয়াদের চেয়ে ১০০ রান পেছনে থাকতেই।

এ হারের মাধ্যমে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে গেলো বিশ্ব চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ৯:২২:৫৭   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ