বলিউডে খলনায়করাই এগিয়ে

Home Page » প্রথমপাতা » বলিউডে খলনায়করাই এগিয়ে
রবিবার, ৮ ডিসেম্বর ২০১৩



dhoom-640.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ মুম্বাই ছবি পাড়ায় এখন নায়কের চেয়ে খলনায়করাই বেশি এগিয়ে আছেন। দর্শকদেরকে তারা মন্ত্রমুগ্ধ করেন তাদের নানা কৌশল আর দক্ষতা দেখিয়ে। আর তাই বক্স অফিস কাঁপাতে ধুম, ধুম-টু’র পর আসছে ধুম-থ্রি। তবে আসল চমকটি নিঃসন্দেহে দেখাবেন ছবির খলনায়ক।যে অভিনেতাকে এতদিন দেখা গেছে মানবতার সেবায় কাজ করতে খল নায়কদের ঘায়েল করতে তাকেই এখন দেখা যাবে একেবারে বিপরীতধর্মী চরিত্রে ধুম-থ্রি ছবিতে। আর চরিত্র নিয়ে নিরীক্ষা করা যার অভ্যাসে পরিণত দাঁড়িয়েছে তিনি হলেন আমির খান।
চকলেট বয় থেকে রাফ অ্যান টাফ পুলিশ অফিসার কোন চরিত্রেই অভিনয় করা বাদ রাখেননি তিনি। তবে এবার তিনি আসছেন নতুন রূপে। খল চরিত্রে অভিনয় করলেও আমির অবশ্য বললেন ভিন্ন কথা।
আমির খান বলেন, ধুম-থ্রি চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যগুলোতে অভিনয় করাটা আমি দারুন উপভোগ করেছি। লস অ্যাঞ্জেলেস থেকে আসা অ্যাকশন পরিচালক চমৎকারভাবে এই দৃশ্যগুলো পরিচালনা করেছেন। এর আগে আমি ‘গাজনি’ ছবিতে অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছি। তবে, ধুম আমার জন্য একেবারেই অন্য এক অভিজ্ঞতা।
আর এদিকে দর্শকরা বাড়তি পাওনা হিসেবে পাচ্ছেন হট অ্যান্ড স্পাইসি ক্যাটরিনাকে। মিস্টার পারফেক্শনিস্ট খ্যাত আমিরের সঙ্গে অভিনয় করে তাই অনেকটাই আপ্লুত ক্যাট।
ক্যাটরিনা কাইফ বলেন, আমির একজন দারুন অভিজ্ঞ মানুষ হলেও তার সঙ্গে কাজ করাটা খুবই সহজ এবং সে খুবই স্বতঃস্ফূর্ত। এবং তিনি খুবই ঠাণ্ডা মাথার মানুষ, যার ফলে তার সঙ্গে কাজ করাটা আরামদায়ক। আমরা সবাই দারুন উপভোগ করেছি।
সম্পূর্ণ অ্যাকশন ঘরানার এই চলচ্চিত্রে সিরিজের আগের দুটি ছবির মত পাওয়া যাবে অভিষেক বচ্চন ও উদয় চোপড়াকেও।
এই ছবিতে কাজ করার সময় হাতে গুরুতর চোট পেলেও ছবির প্রোমোর উদ্বোধনের দিন অভিষেককে দেখা গেল হাস্যজ্জ্বল মুখেই ফটোসেশন করতে।
দর্শকদের নতুন চমক দেয়ার জন্য ২০ ডিসেম্বর রূপালি পর্দায় আসছে আদিত্য চোপড়া পরিচালিত ধুম-থ্রি।

খোকন

বাংলাদেশ সময়: ১২:৩৪:৩৫   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ