রাব্বী, জাবি প্রতিনিধি
বঙ্গনিউজ ডটকমঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবার ৩৪ টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে আলাদা প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেয়া হবে। আবাসিক এ বিশ্ববিদ্যালয়টিতে ৬টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে বিভিন্ন কোটা ছাড়া মোট আসন রয়েছে ২২১০টি।
এখানের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের অধীনে (ক-ইউনিট) ৭টি বিভাগে মোট ৪৫৩টি আসনের মধ্যে ৩০৪টি ছাত্র ও ১৪৯টি ছাত্রী আসন রয়েছে।
এর মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫৩টি আসনের মধ্যে ৩৩ ছাত্র ও ২০ ছাত্রী। এ বিভাগে প্রতি আসনের বিপরীতে এ বছর প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৪৩৬ জন শিক্ষার্থী।
গণিতে ৮০টি আসনের মধ্যে ৫৫ ছাত্র ও ২৫ ছাত্রী। এ বিভাগে প্রতি আসনের বিপরীতে এবার লড়বেন প্রায় ১৬২ জন শিক্ষার্থী।
পদার্থ বিজ্ঞানে ৮০টি আসনের মধ্যে ৫৫ ছাত্র ও ২৫ ছাত্রী। এ বিভাগে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ১৬৩ জন শিক্ষার্থী।
পরিবেশ বিজ্ঞানে ৪০টি আসনের মধ্যে ২৭ ছাত্র ও ১৩ ছাত্রী। প্রতি আসনের বিপরীতে এবার লড়বেন প্রায় ১১৩ জন শিক্ষার্থী।
পরিসংখ্যানে ৮০ আসনের মধ্যে ৫৫ ছাত্র ও ২৫ ছাত্রী। এ বিভাগে প্রতি আসনের বিপরীতে এবার লড়বেন প্রায় ৭৮ জন শিক্ষার্থী।
ভূতাত্ত্বিক বিজ্ঞানে ৪০টি আসনের মধ্যে ২৭ ছাত্র ও ১৩ ছাত্রী। এ বিভাগে প্রতি আসনের বিপরীতে এবার লড়বেন প্রায় ৯৩ জন শিক্ষার্থী।
রসায়নে ৮০ আসনের মধ্যে ৫২ ছাত্র ও ২৮ ছাত্রী। প্রতি আসনের বিপরীতে এবার লড়বেন প্রায় ১৮২ জন শিক্ষার্থী।
সমাজবিজ্ঞান (খ ইউনিট) অনুষদের অধীনে ৬টি বিভাগে মোট ৩৮০ আসনের মধ্যে ২৪৯টি ছাত্র ও ১৩১টি ছাত্রী আসন রয়েছে।
এর মধ্যে অর্থনীতি বিভাগে ৭৫ আসনের মধ্যে ৫০ ছাত্র ও ২৫ ছাত্রী। এ বিভাগে এবছর প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ২৮৪ জন শিক্ষার্থী।
নৃবিজ্ঞান বিভাগে ৬৫ আসনের মধ্যে ৪০ ছাত্র ও ২৫ ছাত্রী। বিভাগটিতে প্রতি আসনের বিপরীতে এবার লড়বেন প্রায় ১৫৩ জন শিক্ষার্থী।
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ৪৫ আসনের মধ্যে ৩০ ছাত্র ও ১৫ ছাত্রী। বিভাগটিতে প্রতি আসনের বিপরীতে এবার লড়বেন প্রায় ৩৯ জন শিক্ষার্থী।
ভূগোল ও পরিবেশ বিভাগে ৭০ আসনের মধ্যে ৪৭ ছাত্র ও ২৩ ছাত্রী। বিভাগটিতে প্রতি আসনের বিপরীতে এবার লড়বেন প্রায় ১৩৬ জন শিক্ষার্থী।
সরকার ও রাজনীতি বিভাগে ৭৫ আসনের মধ্যে ৫২ ও ছাত্র ২৩ ছাত্রী। বিভাগটিতে প্রতি আসনের বিপরীতে এবার লড়বেন প্রায় ১৮৫ জন শিক্ষার্থী।
লোকপ্রশাসন বিভাগে ৫০ আসনের মধ্যে ৩০ ছাত্র ও ২০ ছাত্রী। বিভাগটিতে প্রতি আসনের বিপরীতে এবার লড়বেন প্রায় ১৫২ জন শিক্ষার্থী।
কলা ও মানবিকী (গ ইউনিট) অনুষদের অধীনে (গ-ইউনিট) ৯টি বিভাগে মোট ৫৭২ আসনের মধ্যে ৩৭৫টি ছাত্র ও ১৯৭টি ছাত্রী আসন রয়েছে।
এর মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৫০ আসনের মধ্যে ৩০ ছাত্র ও ২০ ছাত্রী। এ বিভাগে এবছর প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১৯৯ জন শিক্ষার্থী।
ইংরেজি বিভাগে ৭৫ আসনের মধ্যে ৫০ ছাত্র ও ২৫ ছাত্রী। প্রতি আসনের বিপরীতে এবার লড়বেন প্রায় ১৪৯ জন শিক্ষার্থী।
ইতিহাস বিভাগে ৬৫ আসনের মধ্যে ৪৫ ছাত্র ও ২০ ছাত্রী। প্রতি আসনের বিপরীতে এবার লড়বেন প্রায় ১১১ জন শিক্ষার্থী।
দর্শন বিভাগে ৬৫ আসনের মধ্যে ৪৫ ছাত্র ও ২০ ছাত্রী। প্রতি আসনের বিপরীতে এবার লড়বেন প্রায় ১৭৮ জন শিক্ষার্থী।
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ২৭ আসনের মধ্যে ১৫ ছাত্র ও ১২ ছাত্রী। প্রতি আসনের বিপরীতে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ১৪৮ জন শিক্ষার্থী।
প্রত্নতত্ত্ব বিভাগে ৪০ আসনের মধ্যে ২৫ ছাত্র ও ১৫ ছাত্রী। প্রতি আসনের বিপরীতে এবার লড়বেন প্রায় ১৯৯ জন শিক্ষার্থী।
বাংলা বিভাগে ৬৫ আসনের মধ্যে ৪৫ ছাত্র ও ২০ ছাত্রী। প্রতি আসনের বিপরীতে এবার লড়বেন প্রায় ২৯৪ জন শিক্ষার্থী।
জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ৫০ আসনের মধ্যে ৩০ ছাত্র ও ২০ ছাত্রী। প্রতি আসনের বিপরীতে এবার লড়বেন প্রায় ৪৪২ জন শিক্ষার্থী।
চারুকলা বিভাগে ৩০ আসনের মধ্যে ১৫ ছাত্র ও ১৫ ছাত্রী। প্রতি আসনের বিপরীতে এবার লড়বেন প্রায় ৯২ জন শিক্ষার্থী।
জীববিজ্ঞান (ঘ ইউনিট) অনুষদের অধীনে ৭টি বিভাগে মোট ৩৭৫ আসনের মধ্যে ২২৫ ছাত্র ও ১৫০ ছাত্রী আসন রয়েছে।
এর মধ্যে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ৬৫ আসনের মধ্যে ৪০ ছাত্র ও ২৫ ছাত্রী। এবছর বিভাগটিতে প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১৬৮ জন শিক্ষার্থী।
প্রাণিবিদ্যা বিভাগে ৬৫ আসনের মধ্যে ৪০ ছাত্র ও ২৫ ছাত্রী। প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ২১৪ জন শিক্ষার্থী।
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে ৬৫ আসনের মধ্যে ৪০ ছাত্র ও ২৫ ছাত্রী। এবছর প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ২২৪ জন শিক্ষার্থী।
ফার্মেসি বিভাগে ৬৫ আসনের মধ্যে ৪০ ছাত্র ও ২৫ ছাত্রী। এবছর প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় জন ৩৩৬ শিক্ষার্থী।
মাইক্রোবায়োলজির ৪৫ আসনের মধ্যে ২৫ ছাত্র ও ২০ ছাত্রী। এবছর প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৪৪৫ জন শিক্ষার্থী।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩৫ আসনের মধ্যে ২০ ছাত্র ও ১৫ ছাত্রী। প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৬১৬ জন শিক্ষার্থী।
পাবলিক হেলথ ইনফরমেটিক্সের ৩৫ আসনের মধ্যে ২০ ছাত্র ও ১৫ ছাত্রী। প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ২১০ জন শিক্ষার্থী।
বিজনেস স্টাডিজ (ই-ইউনিট) অনুষদের অধীনে ৪টি বিভাগে মোট ২৬৮ আসনের মধ্যে ১৮০ ছাত্র ও ৮৮ ছাত্রী আসন রয়েছে।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ৬৭ আসনের মধ্যে ৪৫ ছাত্র ও ২২ ছাত্রী। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৩৪৫ জন শিক্ষার্থী।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ৬৭ আসনের মধ্যে ৪৫ ছাত্র ও ২২ ছাত্রী। প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ২৩৪ জন শিক্ষার্থী।
মার্কেটিং বিভাগে ৬৭ আসনের মধ্যে ৪৫ ছাত্র ও ২২ ছাত্রী। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ১৯৪ জন শিক্ষার্থী।
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে ৬৭ আসনের মধ্যে ৪৫ ছাত্র ও ২২ ছাত্রী। প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১৯৫ জন শিক্ষার্থী।
ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলোজি বিভাগে (জ-ইউনিট) ৫৫ আসনের মধ্যে ৩৫ ছাত্র ও ২০ ছাত্রী। এবছর প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ২৪৩ জন শিক্ষার্থী।
আইন (চ-ইউনিট) অনুষদের অধীনে আইন ও বিচার বিভাগে ৭০ আসনের মধ্যে ৪৫ ছাত্র ও ২৫ ছাত্রী। এবছর প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ১৫৫ জন শিক্ষার্থী।
ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-আইবিএ (ছ-ইউনিট) ৬৭ আসনের মধ্যে ৪৫ ছাত্র ও ২২ ছাত্রী। এবছর প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৯৬ জন শিক্ষার্থী।
উপরোক্ত নির্ধারিত আসন ছাড়াও প্রত্যেক বিভাগে মুক্তিযোদ্ধার সন্তান, উপজাতীয়, প্রতিবন্ধী ও পোষ্য কোটায় কিছু সংখ্যক শিক্ষার্থীকে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ১:৪৩:১৭ ৫০১ বার পঠিত