দুই নেত্রীর বিশ্রাম নেয়া উচিত- বঙ্গবীর

Home Page » জাতীয় » দুই নেত্রীর বিশ্রাম নেয়া উচিত- বঙ্গবীর
শনিবার, ৭ ডিসেম্বর ২০১৩



kader-sm20131111193001.jpgবঙ্গ-নিউজ ডটকমঃবাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী দেশের ১৬ কোটি মানুষ ও গণতন্ত্রের স্বার্থে দুই নেত্রীকে রাজনীতি থেকে বিশ্রাম নেয়ার আহ্বান জানিয়েছেন।কাদের সিদ্দিকী ও বি. চৌধুরীআজ(শুক্রবার) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), কৃষক শ্রমিক জনতা লীগ ও বিকল্পধারা এ কর্মসূচির আয়োজন করে। কাদের সিদ্দিকী বলেন, “দেশের বর্তমান ধ্বংসাত্মক রাজনীতির পেছনে দুই নেত্রীই প্রধান কারণ। তারা রাজনীতি থেকে সরে না দাঁড়ালে দেশে শান্তি ফিরে আসবে না। তাই মানুষ ও গণতন্ত্রের স্বার্থে তাদের রাজনীতি থেকে বিশ্রাম নেয়া উচিত।”

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “আপনি এখনই পদত্যাগ করুন। আর দেখুন কাল থেকে দেশে শান্তি ফিরে আসতে শুরু করেছে। মানুষ আপনার পদত্যাগ চাইছে। তাই দেশের মানুষের মনের কথা ভেবে পদত্যাগ করে শান্তি ফিরিয়ে আনুন।”

আওয়ামী লীগের সঙ্গে পাতানো নির্বাচন থেকে এরশাদের ফিরে আসাকে স্বাগত জানিয়ে কাদের সিদ্দিকী আরো বলেন, আপনি (এরশাদ) আপনার সিদ্ধান্তে অটল থাকুন। সরকারের হুমকি ধমকিতে ভয় পাবেন না।”

সমাবেশে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশর চেয়ারম্যান অধ্যাপক ড. বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, “শেখ হাসিনার ক্ষমতা ঢাকায় সীমাবদ্ধ। এই সরকার আমরা চাই না। দেশে শান্তি প্রতিষ্ঠায় আজ অথবা কাল পদত্যাগ করুন।”

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বি. চৌধুরী বলেন, “আপনি গণতন্ত্রের ভাষা বোঝেন না। দেশ ও জনগণের শান্তির জন্য আপনি পদত্যাগ করুন। সংবিধান সংশোধন করে, নির্বাচন কমিশন বাতিল করে নির্বাচন দিন।”

তিনি বলেন, দেশে অশান্তির মূল কারণ ব্যক্তি হিসেবে শেখ হাসিনা, দল হিসেবে আওয়ামী লীগ ও কমিশন হিসেবে নির্বাচন কমিশন।

এ সময় আরো বক্তৃতা করেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব আবদুল মান্নান, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সিনিয়র সহসভাপতি এম গোফরাম, কৃষক শ্রমিক জনতা লীগের সম্পাদক হাবিবুর রহমান খোকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ৪:১৭:৫৯   ৩৭৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ