সাতক্ষীরায় আ. লীগ নেতার বাড়িতে হামলা, ভাইকে হত্যা

Home Page » সংবাদ শিরোনাম » সাতক্ষীরায় আ. লীগ নেতার বাড়িতে হামলা, ভাইকে হত্যা
শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৩



satkhira5-12-13.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ নির্বাচনের আগে চলমান সংঘাতের মধ্যে সাতক্ষীরায় আওয়ামী লীগের এক নেতার বাড়িতে হামলা চালিয়ে তার ভাইকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার রাতের এই হামলার জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করেছেন আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

সদর উপজেলার আগরদাড়ির কুচপুকর গ্রামে নজরুলের বাড়িতে রাত ৯টার দিকে ওই হামলায় আরো একজন গুলিবিদ্ধ হন বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়রা বলেছে, হামলার সময় নজরুল বাড়িতে ছিলেন না। তাকে না পেয়ে তার বড় ভাই সিরাজুল ইসলাম সরদারকে (৫৩) হত্যা করা হয়।

আহত কওছার আলী একই গ্রামের আফতাব সরদারের ছেলে। তিনি নজরুল ও সিরাজুলের ভগ্নিপতি।

যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর গত ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত সাতক্ষীরায় ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্তত ১৩ জন নেতা, কর্মী ও সমর্থক খুন হয়েছেন। এর মধ্যে কয়েকজনকে চলমান অবরোধের মধ্যে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি এনামুল হক  জানান, নজরুলের বাড়িতে হামলায় জামায়াত-শিবিরের ছত্রছায়ায় থাকা সন্ত্রাসী হবিবুর রহমান ওরফে ‘হবি ডাকাত’ জড়িত।

তিনি বলেন, রাত ৯ টার দিকে ২৫ থেকে ৩০ জন সন্ত্রাসী মোটর সাইকেলে আওয়ামী লীগ নেতা নজরুলের বাড়িতে আসে। খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে তার বড় ভাই সিরাজুলের বাড়িতে ঢোকে।

“এসময় সিরাজুলের স্ত্রী ফরিদা খাতুন তাদেরকে চিনে ফেললে তারা ঘর লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে সিরাজুল ঘটনাস্থলেই মারা যান। আর হাতে গুলি লাগে কওছার আলীর।”

আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম জেলা শহরে সাংবাদিকদের বলেন, সাইদীর ফাঁসির রায়ের পর তার ওপর বেশ কয়েকবার হামলা হয়।

“এর আগে জামায়াত-শিবির আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। কিছুদিন আগে তারা আবার আমার ওপর হামলা চালিয়ে গুলি চালালে অল্পের জন্য আমি প্রাণে বেঁচে যাই।”

এরপর থেকে বাড়ি ছেড়ে শহরে এসে পুলিশের নিরাপত্তায় থাকছেন নজরুল।

তিনি বলেন, হত্যার উদ্দেশ্যেই হবি ডাকাতের নেতৃত্বে জামায়াত-শিবির বৃহস্পতিবার রাতে আবার তার বাড়িতে হামলা চালিয়েছে।

হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানান ওসি এনামুল।

তিনি জানান, সিরাজুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলার প্রস্তুতি নেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৪৯:০৬   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ