তারেকের অর্থপাচার মামলায় দুদকের আপিল

Home Page » জাতীয় » তারেকের অর্থপাচার মামলায় দুদকের আপিল
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৩



c91c23d3895dfafba65b07829cae76b7.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বিদেশে অর্থপাচার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিম্ন আদালতের দেওয়া খালাসের আদেশ বাতিল চেয়ে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারেকের অর্থপাচার মামলায় দুদকের আপিল।

আজ বৃহস্পতিবার দুপুরে দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশীদ আলম খান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দাখিল করেন। ২০০৯ সালের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় তারেক রহমান ও তার ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থপাচারের এই মামলাটি দায়ের করে দুদক।

মামলায় বলা হয়, টঙ্গীতে প্রস্তুাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার জন্য কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন। সিঙ্গাপুরে এই টাকা লেনদেন হয়। এর পর মামুন ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রিটের সিটিব্যাংক এনএতে তার নামের ব্যাংক হিসাবে জমা করেন। এই টাকার মধ্যে তারেক রহমান ৩ কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এই মামলায় ২০১০ সালের ৬ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়। এক বছর পর ২০১১ সালের ৮ আগস্ট এ মামলার অভিযোগ গঠন করেন আদালত।

তারেক ও তার বন্ধু মামুনের বিরুদ্ধে ২০১১ সালের আগস্ট মাসে এ মামলার বিচার শুরু হয়। চলতি বছরের ২৪ অক্টোবর বাদী ও আসামিপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষের পর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয় এবং ১৪ নভেম্বর তা শেষ হয়। এরপর গত ১৭ নভেম্বর আদালত মামলার রায় ঘোষণা করেন। রায়ে তারেক রহমানকে খালাস দেওয়া হয়। তবে তার বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের ৭ বছরের জেল ও ৪০ কোটি টাকা অর্থদন্ড হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩১:২০   ৪৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ