বঙ্গ-নিউজ ডটকমঃ তফসিল স্থগিত ও নির্র্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দেশব্যাপী ১৮ দলীয় জোটের সড়ক-নৌ ও রেলপথ অবরোধের চতুর্থ দিনে সহিংসতায় এখন পর্যন্ত আট জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামে তিন জন, চাঁদপুরে দুই জন ও সাতক্ষীরায় দুই জন ও নোয়াখালীতে একজন নিহত হয়েছে।চট্টগ্রাম : বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে মঙ্গলবার চট্টগ্রামে চতুর্থ দিনের অবরোধ এবং হরতাল চলছে। অবরোধে পুলিশের গুলি ও অবরোধকারীদের ধাওয়া খেয়ে তিন জন নিহত হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টায় সীতাকুন্ডের মুরাদপুর এলাকায় পুলিশ বাড়িতে অভিযান চালানোর সময় স্থানীয় যুবদল কর্মী ও স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল (২৭) নিহত হন। তিনি মুরাদপুর হাসনাবাদ গ্রামের দুলালের ছেলে।
মঙ্গলবার ভোরে হরতালের শুরুতেই নগরীতে পিকেটারদের ককটেল হামলার সময় পালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নিহত হয়েছেন এক কন্টেইনার চালক। ভোর রাত ৪টার দিকে এ ঘটনা ঘটেছে নগরীর ইপিজেড থানার সল্টগোলা ক্রসিং এলাকায়। নিহত চালকের নাম মাহবুব (২৮)। এ ঘটনায় আহত হয়েছেন কন্টেইনারটির দুই সহকারী।
এর আগে রাঙ্গুনিয়ার ইছাখালীতে পিকেটারদের ধওয়া খেয়ে ইসমাঈল নামে এক সিএনজি আটো রিক্সাচালক নিহত হয়। মঙ্গলবার ভোরে নগরীর ইপিজেড সল্টগোলা এলাকায় পিকেটারের ককটেল হামলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেইনার গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা যায় চালক মাহবুব।
চট্টগ্রামে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি এবং নগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বাসায় পুলিশি তল্লাশি ও মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানির প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল ডাকে ছাত্রদল, যুবদল চট্টগ্রাম মহানগরী ও উত্তর দক্ষিণ জেলা। হরতালের সমর্থনে সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় মিছিল মিটিং চলছে। বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া না গেলেও বেশ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সকালে নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সাবেক নগর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
এদিকে অবরোধ চলাকালে সকালে নগরীর পাঁচলাইশ থানা এলাকায় জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। ভোরে মীরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় অবরোধকারীরা রেল লাইন তুলে ফেললে ৪ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে।
চাঁদপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ২ : বুধবার সকাল-সন্ধ্যা হরতাল
চাঁদপুর শহরের কালিবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে ২ জন মারা গেছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। নিহতদের মধ্যে একজন ছাত্রদলকর্মী ও অপরজন শিবিরকর্মী। এ ঘটনার প্রতিবাদে বুধবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অবরোধের সমর্থনে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে ১৮ দলীয় জোটের একটি মিছিল বের হয়। মিছিলটি কালিবাড়ি এলাকা অতিক্রমকালে পুলিশ বাধা দেয়। এরপর মিছিলটি চাঁদপুর শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রমকালে হঠাৎ করে একটি ককটেল বিস্ফোরণ ঘটনো হয়। এ সময় মিছিলকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় সিয়াম নামের এক জেএসসি পরীক্ষার্থী ও রতন নামের মাস্টার্স পড়-য়া এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
সিয়াম চাঁদপুর আল-আমিন একাডেমি এবং রতন চাঁদপুর সরকারি কলেজের ছাত্র।
চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি মানিকুর রহমান জানিয়েছেন, নিহত রতন শহর ছাত্রদলকর্মী অন্যদিকে সিয়াম ছাত্রশিবির কর্মী। তিনি আরো জানান, এ ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছে।
পুলিশ সুপার মো. আমির জাফর জানিয়েছে, অবরোধকারীরা পুলিশের উপর ককটেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে শহরের মোড়ে মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, নিহত দুজনই বুলেটবিদ্ধ অবস্থায় মারা গেছে। এর মধ্যে সিয়ামের সারা শরীর বুলেটে ঝাঁঝরা হয়ে গেছে। তিনি জানান, গুরুতর আহত একজনকে ইতোমধ্যে ঢাকা রেফার করা হয়েছে। আরো দুইজনকে রেফার করার প্রস্তুতি চলছে। এই হাসপাতালে এখন পর্যন্ত পাঁচ জন ভর্তি হয়েছেন।
কালিবাড়ি এলাকা এখন শান্ত রয়েছে। সেখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। তবে চাঁদপুর সরকারি কলেজের সামনের রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে ও ইট ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে অবরোধকারীরা।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক জানিয়েছেন, এই ঘটনার প্রতিবাদে বুধবার চাঁদপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।
সাতক্ষীরায় গুলিতে ২ শিবিরকর্মী নিহত :
সাতক্ষীরার দেবহাটায় যৌথবাহিনীর সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে দুই শিবিরকর্মী নিহত হয়েছেন। শিবিরের জেলা সভাপতি রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, শিবিরকর্মী হোসেন আলী (১৪) ও আরিজুল ইসলাম (১৬)। মঙ্গলবার সকাল ৮টার দিকে পুলিশ-বিজিবির সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ শুরু হয়। বিজিবির সদস্যরা অবরোধকারীদের লক্ষ্য করে গুলি করলে দেবহাটা কালিগঞ্জ সড়কে ২০ জন গুলিবিদ্ধ হয়। পরে এদের মধ্যে দুই জন মারা যায়।
কালিগঞ্জের ভাড়াশিমলায় বর্তমানে অবরোধকারী ও যৌথবাহিনীর সদস্যরা মুখোমুখি অবস্থান করছে।
নোয়াখালীতে বিএনপিকর্মী নিহত :
এদিকে অবরোধের চতুর্থ দিনে নোয়াখালীর দত্তেরহাটে পুলিশের ধাওয়া খেয়ে পুকুড়ে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতকে নিজ দলের সমর্থক দাবি করেছে স্থানীয় বিএনপি।
বাংলাদেশ সময়: ২০:০৩:২০ ৪৬৬ বার পঠিত