সোমবার, ২ ডিসেম্বর ২০১৩
শীর্ষ স্থানে ফিরলেন সাকিব
Home Page » ক্রিকেট » শীর্ষ স্থানে ফিরলেন সাকিববঙ্গ-নিউজ ডটকমঃ অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ফিরে পেলেন। চলতি সেপ্টেম্বরে মোহাম্মদ হাফিজের কাছে শীর্ষ স্থানটি হারিয়েছিলেন দেশসেরা এই অলরাউন্ডার।দীর্ঘ ছয় মাস ওয়ানডে জার্সি গায়ে মাঠে না নামা হয়নি সাকিব আল হাসানের। ডেঙ্গু জ্বরের কারনে সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলেও ছিলেন না তিনি। তারপরও পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের ব্যর্থতায় শীর্ষ স্থান ফিরে পেলেন সাকিব। সাউথ আফ্রিকার বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজে ব্যাট-বল হাতে ব্যর্থ হন হাফিজ। ৩৭০ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে আসেন তিনি। ৩৭৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসেন সাকিব আল হাসান। তৃতীয় স্থানে রয়েছেন শেন ওয়াটসন।
বাংলাদেশ সময়: ১৩:০৮:৫৮ ৪৭৮ বার পঠিত