বোমা ফাটিয়ে বাস থামিয়ে আগুন

Home Page » সংবাদ শিরোনাম » বোমা ফাটিয়ে বাস থামিয়ে আগুন
রবিবার, ১ ডিসেম্বর ২০১৩



savar-bus-fire.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বিরোধীদলের ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনের শুরুতেই রাজধানীর নয়াবাজারে একটি গণপরিবহন এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি শ্রমিকবাহী বাসে আগুন দেয়া হয়েছে।
এছাড়া রাজধানীর মিরপুরে বোমা ফাটিয়ে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়েছে যুবদলকর্মীরা।

রোববার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর নয়াবাজারে হাতবোমা ফাটিয়ে চালককে থামিয়ে অবরোধকারীরা একটি বাসে আগুন দেয়।

লালবাগ পুলিশের এডিসি আবদুস সালাম জানান, মালিটোলার শহীদ নজরুল ইসলাম সরণিতে সদরঘাট থেকে গাবতলীগামী বাসটি এই নাশকতার শিকার হয়।

বাসের চালক বাবলু (২২) বলেন, নয়াবাজার পার হওয়ার পরপরই একদল যুবক গাড়ির সামনে আট-দশটি হাতবোমা ফাটায়। এতে তিনি গাড়ি থামাতে বাধ্য হন।

এরপর কয়েকজন এসে চালকের পাশের জানালা দিয়ে বাবলুকে মারধর শুরু করে এবং তিনি উঠে দাঁড়িয়ে পেছনে বাসে আগুন জ্বলতে দেখতে পান।

বাসে থাকা সাত-আটজন যাত্রী এ সময় জানালা দিয়ে নেমে যায় বলে জানান বাবলু।

ওই সড়কেই দাঁড়িয়ে থাকা ঠেলাচালক রহিম জানান, হঠাৎ ককটেল ফাটতে শুরু করে এবং বাসটিকে জ্বলতে দেখা যায়। এ সময় তার ঠেলা গাড়িতেও পেট্রোল বোমা মারে একদল যুবক। এতে তার ঠেলাগাড়িও পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে শুরু করলে গজ বিশেক দূরে আবারো কয়েকটি হাতবোমা ফাটানো হয় বলে পুলিশের এডিসি আবদুস সালাম জানান।

সকাল ৭টার দিকে পোশাক কারখানার শ্রমিকদের বহনকারী একটি বাস সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় হামলার মুখে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন জানান, ডেমরা থেকে ডিএনভি ক্লোদিং লিমিটেডের শ্রমিকদের নিয়ে ইপিজেডে যাচ্ছিল বাসটি। নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের সাইলো এলাকায় কয়েকজন যুবক বাসটি থামায় এবং গাড়িতে উঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে পাঁচজন আহত হন বলে জানান ওসি।

এছাড়া রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দেয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

সকালে রাজধানীর মিরপুর ১১ নম্বরে পুলিশের সঙ্গে সংঘর্ জড়ায় যুবদলকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, যুবদলকর্মীরা সকাল ৭টার দিকে কাঁচাবাজার এলাকায় মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া শুরু হয়।

এক পর্যায়ে অবরোধকারীরা হাতবোমা ফাটালে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পল্লবী থানার ওসি জিয়াউজ্জামান জানান, ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।

নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে গত ২৬ নভেম্বর থেকে ৭১ ঘণ্টার অবরোধের পর শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে দ্বিতীয় দফায় ৭২ ঘণ্টার এই অবরোধ করছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট।

শনিবার অবরোধের শুরু থেকেই রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কাছাকাছি দূরত্বের কয়েকটি বাস সকালে পোস্তগোলা ও বাবুবাজার ব্রিজ দিয়ে ঢাকা ছেড়ে যায় বলে ডেমরা পুলিশের সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম জানান।

রাজধানীতে হিউম্যান হলার, অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচল করলেও নগর পরিবহনের বাসের সংখ্যা কম। ফলে অফিসগামী যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

যাত্রী কম থাকায় সদরঘাটে লঞ্চও চলছে তুলনামূলকভাবে কম।

বিআইডব্লিউটিসির টিআই মো. সোলায়মান জানান, দেশের দক্ষিণাঞ্চল থেকে আগের রাতে ছেড়ে আসা ২৮টি লঞ্চ ভোরে ঢাকার সদরঘাটে ভিড়েছে। আর সকাল ৯টা পর্যন্ত ঢাকা ছেড়ে গেছে তিনটি লঞ্চ।

অবরোধের প্রথম দিন শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোট ছয়জনের মৃত্যু হয়।

রাজধানীর মালিবাগে অবরোধকারীদের পেট্রোল বোমায় আক্রান্ত একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে এক ব্যক্তি নিহত হন।

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়, যাকে নিজেদের কর্মী বলে দাবি করেছে ইসলামী ছাত্রশিবির। পাবনার ঈশ্বরদীতে মিছিলে ট্রাকচাপায় যুবদলকর্মী নিহত হন।

চট্টগ্রামের সাতকানিয়ায় পিকেটাররা ধাওয়া করায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান উল্টে গেলে এক পথচারী নিহত হন। বগুড়ার শিবগঞ্জে অবরোধকারীদের ধাওয়ায় চলন্ত ট্রাক থেকে পড়ে নিহত হন একজন।

এছাড়া ফরিদপুরে হাতবোমা বানানোর সময় বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯:০৬:২৩   ৪০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ