ইন্দোনেশিয়ান ওপেনে সিদ্দিকুরের ভালো দিন

Home Page » খেলা » ইন্দোনেশিয়ান ওপেনে সিদ্দিকুরের ভালো দিন
শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩



siddikur09.jpgবঙ্গ-নিউজ ডোটকোমঃ ইন্দোনেশিয়ান ওপেনের প্রথম রাউন্ডে বাজে খেলার হতাশা কাটিয়ে উঠেছেন সিদ্দিকুর রহমান। এশিয়ান ট্যুরের এই টুর্নামেন্টের দ্বিতীয় দিন শেষে পারের চেয়ে মোট চার শট কম খেলে যৌথভাবে ১৩তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের সেরা গলফার।

প্রথম রাউন্ড শেষে পারের সমান শট খেলে যৌথভাবে ৪৩তম স্থানে ছিলেন সিদ্দিকুর।দ্বিতীয় রাউন্ডে দু’টি হোলের খেলা এখনও বাকি সিদ্দিকুরের। বিদ্যুৎ চমকানোর কারণে দ্বিতীয় দিনের খেলা শেষ হতে পারেনি। দ্বিতীয় রাউন্ডে সিদ্দিকুরসহ মোট ৫৪ জনের কয়েকটি করে হোলে খেলা বাকি। শনিবার তৃতীয় রাউন্ড শুরু হওয়র আগে সকালে তারা নিজেদের খেলা শেষ করবেন।

প্রথম দিনে তিনটি করে ‘বার্ডি’ (কোনো হোলে নির্ধারিত পারের চেয়ে একটি শট কম খেলা) করলেও সমান সংখ্যক বোগিতে (পারের চেয়ে একটি শট বেশি খেলা) পিছিয়ে পড়েছিলেন তিনি।

তবে দ্বিতীয় দিনে প্রথম হোলেই ‘বার্ডি’ করে দারুণ কিছুর ইঙ্গিত দেন এশিয়ান ট্যুরের দু’টি শিরোপা জেতা সিদ্দিকুর। শেষ পর্যন্ত আরো চারটি ‘বার্ডি’ করেন বাংলাদেশের সেরা এই গলফার। ‘বোগি’ করেন একটিতে।

পারের চেয়ে ১০ শট কম খেলে সাত লাখ ৫০ হাজার মার্কিন ডলারের এই টুর্নামেন্টের শীর্ষে আছেন ভারতের গগনজিত ভুলার। তারও দুটি হোলের খেলা বাকি।

ইন্দোনেশিয়ান ওপেনের পর আগামী ৫ থেকে ৮ ডিসেম্বর ১৩ লাখ মার্কিন ডলারের হংকং ওপেনে খেলার কথা সিদ্দিকুরের।

২৯ বছর বয়সী সিদ্দিকুর ক’দিন আগে প্রথম বাংলাদেশি হিসেবে গলফের বিশ্বকাপে খেলেছেন। তবে বিশ্বকাপে সেরা ২০ জনের মধ্যে থাকার লক্ষ্যটা পূরণ হয়নি তার। রোববার শেষ হওয়া মর্যাদার এই আসরে যৌথভাবে ৫৫তম হয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ২০:৪৭:৩৬   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ