প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে বান কি মুন

Home Page » জাতীয় » প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে বান কি মুন
শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩



ban_ki_moon_hasina.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ খালেদা জিয়ার পাশাপাশি জাতিসংঘ মহাসচিব বান কি-মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও চিঠি লিখেছেন বলে জানিয়েছেন বিএনপির একজন নেতা। অবশ্য প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বলা হয়েছে, তাদের কাছে এ ধরনের কোনো খবর নেই।শুক্রবার বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী বঙ্গ-নিউজ ডটকমকে বলেন, “জাতিসংঘ মহাসচিব বিরোধী দলীয় নেতাকে একটি চিঠি পাঠিয়েছেন। এটি গতকাল বিকালে পাওয়ার পর আমি বিরোধী দলীয় নেতার কাছে হস্তান্তর করেছি।”

একই ধরনের চিঠি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে জানালেও জাতিসংঘ মহাসচিবের দূত অস্কার ফার্নান্দেজ-তারানকোর সঙ্গে খালেদার বৈঠকের আগে চিঠির বিষয়বস্তু সম্পর্কে কিছু বলতে রাজি হননি তিনি।

পরে এ বিষয়ে জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বঙ্গ-নিউজ ডটকমকে বলেন, “এ ধরনের কোনো চিঠির খবর আমরা পাইনি।”

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে জাতিংসংঘ মহাসচিব বান কি-মুন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে আবারো চিঠি দিয়েছেন বলে জানিয়েছে বিএনপি।

রাজনৈতিক সংকট ও সহিংসতার প্রেক্ষাপটে আলোচনার তাগিদ দিয়ে এর আগেও খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই দফা চিঠি দেন বান কি-মুন।

দুই নেত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেও তিনি জানান, জাতিসংঘ সব দলের অংশগ্রহনমূলক একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়।

জাতিসংঘ মহাসচিবের দূত অস্কার ফার্নান্দেজ-তারানকো আগামী ৬ ডিসেম্বর ঢাকায় আসছেন। সাত মাস আগেও একবার বাংলাদেশে এসে সংলাপের তাগিদ দিয়ে গিয়েছিলেন তিনি।

এরই মধ্যে নির্বাচন কমিশন ৫ জানুয়ারি ভোটের দিন রেখে দশম জাতীয সংসদ নির্বাচনের বিস্তারিত দিনক্ষণ ঘোষণা করেছে। তফসিল ঘোষণার পর সহিংস রাজনৈতিক কর্মসূচিতে উৎকণ্ঠায় দিন কাটছে মানুষের।

বাংলাদেশ সময়: ২০:২৬:০৯   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ