বাংলাদেশ মিউজিক রিসার্চ একাডেমি আয়োজন করলো শিশু-কিশোরদের নিয়ে ‘নূতন যৌবনেরই দূত’

Home Page » বিনোদন » বাংলাদেশ মিউজিক রিসার্চ একাডেমি আয়োজন করলো শিশু-কিশোরদের নিয়ে ‘নূতন যৌবনেরই দূত’
বুধবার, ২৭ নভেম্বর ২০১৩



news.jpgবঙ্গ-নিউজ ডটকমঃএবার বাংলাদেশ মিউজিক রিসার্চ একাডেমি আয়োজন করলো ‘নূতন যৌবনেরই দূত’- শিরোনামে শিশুদের নিয়ে একটি চমৎকার অনুষ্ঠান। মূলত: গান নিয়েই সাজানো হয়েছে এর প্রথম ও সূচনা পর্ব। নতুন প্রজন্মের আবৃত্তিশিল্পী পদ্মজা কর্মকারের সুমধুর কন্ঠের উচ্চারণে শুরু হয় অনুষ্ঠানের মূল কার্যক্রম। প্রথমেই বি এম আর এ এর শিশুদের সমবেত কন্ঠে পরিবেশিত হয় রবী ঠাকুরের কালজয়ী গান-আমরা নূতন যৌবনেরই দূত; পরবর্তীতে একে একে পরিবেশিত হয় চমৎকার সব ছড়াগান, আধুনিক, হাসন রাজা ও দেশের গান। সমবেতগানে কন্ঠদান করেন শিশু শিল্পী সামিহা তাহসিন, সাদমান বিন মাহমুদ, সুমাইয়া তাবাস্সুম অর্চি, সাবাহ্ সাইয়ারা খান, মধুরিমা রায় চৌধুরী অনির্বাণ সরকার, সাহমি রাইয়ান খান, হৃদি আল্ জামি; দ্বৈতগান পরিবেশন করেন শিশু শিল্পী  নওরীন আলম তোয়াহা ও মেহজাদ তাবাস্সুম অরণ্য, হাসান জুনায়েদ ও সিমিন মাহমুদ প্রকৃতি। একক গান পরিবেশন করেন শিশু শিল্পী তানিশা সামরীন, আবরার খান হৃদম, বখতিয়ার চৌধুরী, সামিহা তাহসিন, মধুরিমা রায় চৌধুরী, আদ্রিতা দাস, তৃণা, অর্ণব কুমার কুন্ডু, রেজওয়ানা রশিদ কান্তা ও ইয়াসিন ইসলাম। অনুষ্ঠানে সর্বশেষ আকর্ষণ ছিলো ছোট ছোট শিশুদের কন্ঠে নজরুলসংগীত- প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। গানটি পরিবেশন করে রাইদা মেহের সাবিন, অবন্তিকা সরকার, সিমিন মাহমুদ প্রকৃতি ও নওরীন আলম তোয়াহা। গানের মাঝে মাঝে পদ্মজা কর্মকারের উচ্চারণে ছড়া ও কবিতাপাঠ যোগ করে এক ভিন্ন মাত্রা। যন্ত্রানুসঙ্গে ছিলেন জহিরুল ইসলাম (অক্টোপ্যাড), জয় রাম সিনহা (গিটার), মিঠুন কুমার দাস (তবলা), সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালণায় ছিলেন পদ্মজা কর্মকার এবং শব্দ নিয়ন্ত্রনে ছিলেন বাদল হোসেন। অনুষ্ঠান পরিকল্পনা ও সঙ্গীত পরিচালনায় ছিলেন সাইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮:১১:৫০   ৬৩৪ বার পঠিত   #




বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ