সিরাজগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ১

Home Page » প্রথমপাতা » সিরাজগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ১
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৩



sirajgonj-oborodh-clash-dead-photo-261113_13978.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ সিরাজগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে ছাকমান হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা টানা ৪৮ ঘন্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত পথচারী ছাকমান হোসেন সদর উপজেলার মাছুয়াকান্দি গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে। সে রাজমিস্ত্রির কাজ করত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সোয়া আটটার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার জগাইমোড়ে পিকেটিংয়ের চেষ্টা করে বিএনপি কর্মীরা। এসময় সেখান থেকে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নুর কায়েম সবুজকে আটক করে পুলিশ। এ ঘটনার জের ধরে পুলিশের উপর হামলা করলে পুলিশÑবিএনপি সংঘর্ষ বাধে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে । এতে এক পথচারীসহ ১০ অবরোধকারী আহত হয়। পৌনে নয়টার দিকে আহত পথচারী ছাকমানকে শহরের মঈন উদ্দিন মেমোরিয়াল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, সংঘর্ষের সময় পালাতে গিয়ে পানিতে পড়ে ছাকমান নিহত হয়েছে।

অপরদিকে ভোর ছয়টার দিকে সিরাজগঞ্জ শহরের রেলগেট এলাকায় একটি ট্রাকে (ঢাকা মেট্র-ড-১১-০২৩৫) আগ্নিসংযোগ করে ছাত্রদল কর্মীরা। এ সময় সেখানে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

এদিকে সকাল সাতটার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের সদর উপজেলার চন্ডিদাসগাতি বেইলি ব্রিজ এলাকায় ২টি ট্রাক ভাংচুর করে শিবির কর্মীরা।

অপরদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাউল বাগবাড়ি এলাকায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করে অবরোধকারীরা। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১১:১৯:৫৯   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ