এবার আসছে টানা অবরোধ!

Home Page » জাতীয় » এবার আসছে টানা অবরোধ!
শুক্রবার, ২২ নভেম্বর ২০১৩



images7.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ সরকার পতনের আন্দোলনে কৌশল পাল্টাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। টানা হরতালের পরিবর্তে এবার টানা অবরোধে দেশ অচলের পরিকল্পনা নিয়েছে তারা। দলীয় সূত্র বলছে, আগামী সোমবার নির্বাচন কমিশন দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। যদি তাই হয় তাহলে মঙ্গলবার থেকে টানা অবরোধ কর্মসূচি দেবে সরকার বিরোধী জোট। এক্ষেত্রে শুক্র ও শনিবারের মতো ছুটির দিনেও অবরোধ চালিয়ে যাবে তারা। তবে তফসিল ঘোষণার দিন থেকেও অবরোধ ঘোষণার পক্ষে মত দিয়েছেন নেতাদের কেউ কেউ। সূত্রমতে, ‌নির্দলীয় তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন ঠেকানোর আন্দোলনে হরতালের চেয়ে অবরোধ বেশি কার্যকর বলে একটা দাবি দীর্ঘ দিন ধরেই জোটের পরিমণ্ডলে মাথাচাড়া দিচ্ছিলো। সম্প্রতি তা আরো জোরালো হয়ে উঠেছে। এর পটভূমি হিসেবে গত ৯ ডিসেম্বরের আট ঘণ্টার অবরোধের চিত্র তুলে ধরছিলেন এ কর্মসূচির পক্ষে জোরালো মতের প্রবক্তারা। তারা স্মরণ করিয়ে দিচ্ছিলেন, ওই আট ঘণ্টা মহাসড়ক কার্যত দেশ ছিলো অচল। উৎসবের মুডে কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা। তারা মনে করেন, মহাজোট আমলের যেকোনো হরতালের চেয়ে ওই অবরোধ ছিলো কার্যকর। তাদের ভাবনা, টানা অবরোধ দিলে তা হরতালের চেয়েও কার্যকর হবে। তাই আর হরতাল নয়, অবরোধের পক্ষেই অবস্থান নিয়েছেন বিএনপির নেতৃত্বাধীন জোটের অধিকাংশ নীতি নির্ধারক। তারা মনে করছেন, গত ৪ নভেম্বর থেকে শুরু করা টানা ৭২ ঘণ্টা এবং ১০ নভেম্বর থেকে শুরু করা টানা ৮৪ ঘণ্টা হরতালের চেয়ে তিন কি চার দিনের অবরোধ আরো অনেক বেশি কার্যকর ও ফলপ্রসু হবে। প্রয়োজনে এ অবরোধ অনির্দিষ্টকালও চালানো যেতে পারে। সূত্রমতে, অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি আসার সম্ভাবনায়ই কয়েকটা দিন কঠোর কর্মসূচি না দিয়ে সাংগঠনিক শক্তি সংহত করছেন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। এবার এ কর্মসূচিকে ‘অলআউট গেম’ হিসেবেই নিতে চান তারা। তাই রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতের উদ্দেশ্য ব্যর্থ হওয়া এবং শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনী মন্ত্রিসভা পুনর্গঠনের পরও রয়ে-সয়ে কর্মসূচি ঘোষণা করছে বিএনপি। বঙ্গনিউজের সঙ্গে আলাপকালে ১৮ দলীয় জোটের বেশ কয়েকজন নেতাও বিষয়টি স্বীকার করেছেন। তারা বলেছেন, দু’এক দিনের মধ্যেই বিএনপির স্থায়ী কমিটি ও ১৮ দলীয় জোটের সিনিয়র নেতারা বৈঠক করে কর্মসূচি চূড়ান্ত করবেন। তবে ঘোষণাটা এখনই না দিয়ে নির্বাচনী তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কর্মসূচি ঘোষণার পক্ষেই আছেন অধিকাংশ নেতা।

বাংলাদেশ সময়: ১৪:২৭:৫৮   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ