যানজট এড়াতে ভবিষ্যতের যান

Home Page » এক্সক্লুসিভ » যানজট এড়াতে ভবিষ্যতের যান
বুধবার, ২০ নভেম্বর ২০১৩



220131119042225.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ এয়ারক্রাফট বা গ্যাস বেলুন নয়, তবু মানুষ উড়বে আকাশে! নিজেই চালাবে নিজের যান। জ্যাম নেই, নেই কোনো ঝামেলা। ভবিষ্যতে ব্যবহারের এমনই এক যুগোপযোগী যান আবিষ্কার করেছেন নিউজিল্যান্ডের আইডিয়াবাজরা। আইডিয়াবাজ বলার কারণ ব্যাখ্যা করছি পরে।

২.যানটির নাম শিউব। একে বলা হচ্ছে ভবিষ্যতের সবচেয়ে দ্রুত, কার্যকরী ও পরিচ্ছন্ন ব্যক্তিগত যানবাহন। শিউব মূলত ব্যক্তিগতভাবে চালিত মনোরেল। বাইক ও ট্রেনের মতো এই যান চড়ে আপনি শিহরিত হবেন।
৩. শিউব মানুষচালিত সম্পূর্ণ স্বচ্ছ প্লাস্টিক দিয়ে ঘেরা একটি যান। যানটি চালানোর জন্য আপনাকে অবশ্যই সাইকেলের মতো প্যাডেল করতে হবে এবং উপর দিয়ে একটি মনোরেলের পথ থাকতে হবে।
৪. নিউজিল্যান্ডে তৈরি এই মনোরেলটি বিশ্বের একমাত্র ব্যক্তি মানুষ চালিত মনোরেল পথ। এই যান ঘণ্টায় ৪৫ কিলোমিটার গতিতে চলতে পারে।
৫. ঝুলন্ত প্লাস্টিক আবরণের এই যানটির মধ্যে আরামদায়ক অবস্থানে আধাশোয়া অবস্থায় প্যাডেল ঘোরানোর ব্যবস্থা আছে। প্যাডেল করার পর এটি চলতে শুরু করে। গিয়ার আছে সাতটি। খুব দ্রুতই এ সাতটি গিয়ার চেঞ্জ করে পৌঁছানো যা সরোচ্চ গতিতে। মেটালে তৈরি ছাদ এবং প্লস্টিকের আবরণ রোদ বৃষ্টি থেকে আপনাকে দূরে রাখবে।
৬. ২০১০ সালে গুগুল প্রোজেক্ট ১০১০০ এর আওতায় সারা বিশ্বকে পরিবর্তনের নতুন নতুন আইডিয়া আহ্বান করে। ‘ড্রাইভ ইনোভেশন অব পাবলিক ট্রান্সপোট’ শিরেনামের শিউব আইডিয়াটি স্থান করে সেরা পাঁচ আইডিয়ার মধ্যে। আইডিয়া জমা পড়ে প্রায় দেড় লাখ।
৭. নিউজিল্যান্ডের রোটোউরার অ্যাগ্রোভেঞ্চার পাকে এটি বর্তমানে রয়েছে। নিউজিল্যান্ডের আইডিয়াবাজদের এই আবিষ্কার উন্নয়নে গুগুল দিয়েছে ১০ লাখ ডলার। এটিকে ভাবা হচ্ছে ভবিষ্যতের সবচেয়ে নির্ভরযোগ্য গুরুত্বপূর্ণ এবং কার্যকরী যান।

বাংলাদেশ সময়: ০:১১:১১   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ